শেষবার কবে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন সাব্বির রহমান, তা হয়তো অনেকেরই মনে নেই। দীর্ঘদিন যাবত রয়েছেন জাতীয় দলের রাডারের বাইরে। তবে একসময় তিনিই ছিলেন অন্যতম টাইগার সদস্য। নিজের মারকুটে ব্যাটিংয়ে খুব অল্প সময়েই হয়ে উঠেছিলেন বেশ জনপ্রিয়। তবে এখন জাতীয় দলের ধারে কাছেও নেই তিনি।
সর্বশেষ ২০২২ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল সাব্বির রহমান। এরপর থেকে আর লাল সবুজের জার্সিতে মাঠে নামা হয়নি তার। সময়ের সাথে ঘরোয়া ক্রিকেটেও হারাতে শুরু করেন নিজের গুরুত্ব। বিপিএলের গেল আসরে দল পাননি তিনি। তবে এবার আসন্ন টুর্নামেন্টে ঢাকা ক্যাপিটালসে খেলার সুযোগ পেয়েছেন সাব্বির। আর এই বিপিএল দিয়েই ফিরে আসতে চান তিনি।
আজ বুধবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দলে ফেরার প্রশ্নে সাব্বির বলেন, ‘তৈরি তো অবশ্যই হচ্ছি। বয়স তো এখনও বাকি আছে আমার। চেষ্টা করছি কামব্যাক করার। এজন্যই মাঠে আসছি, অনুশীলন করছি। বিপিএলে সুযোগ পেয়েছি, বাইরের দেশে খেলতে যাচ্ছি। আশা তো সবাই করে। আমার পরিবারও করে, আমিও করি। আশাটা কীভাবে পূরণ হবে, সেটা ভালো খেলার পরে। তো চেষ্টা করব ভালো খেলে আবার কামব্যাক করার জন্য।’
এদিকে সম্প্রতি বিদেশের মাটিতে লঙ্কা টি-টেন লিগে খেলার সুযোগ পান সাব্বির। যেখানে বেশ কিছু ম্যাচে টি-টেন মেজাজের ব্যাটিং করে ফিরে আসার আভাস দিয়েছেন সাব্বির। ফাইনালে শিরোপা জয়ের ম্যাচেও খেলেছিলেন ৮ বলে ১৬ রানের ইনিংস। সেই টুর্নামেন্টের আত্মবিশ্বাস বিপিএলেও কাজে লাগাতে চান তিনি।
সাব্বির বলেন, ‘প্রমাণ তো এর আগেও করেছি অনেকবার। তবে নিজেকে মেলে ধরাটা আমার নিজের জন্য অনেক গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কায় একটা বড় টুর্নামেন্ট খেলে এসেছি। আশা করি, নার্ভাস হবো না। দুই-একটা ভালো রান করতে পারলে আত্মবিশ্বাস আরও বাড়বে। দলের যে দায়িত্ব থাকবে, সে অনুযায়ী খেলার চেষ্টা করবো।’
এদিকে জাতীয় দলের রাডারের বাইরে থাকায় মিরপুরে সহজে অনুশীলন করতে পারেন না সাব্বির। সেই অভাব পূরণ করতে দেশের সকল বিভাগে অনুশীলনের পর্যাপ্ত সুবিধা রাখার কথা বলেন তিনি।
সাব্বির বলেন, ‘বিষয়টা হচ্ছে আপনি কোথায় অনুশীলন করতে চান। যদি মিরপুরে করেন, তাহলে এটা অসম্ভব। কারণ এখানে জাতীয় দলের ক্রিকেটাররা থাকে। এই সুবিধা যদি সব বিভাগে ছড়িয়ে দেওয়া যায়, যারা ত্রিশ জনের বাইরে থাকবে বা পাইপলাইনের বাইরে থাকবে, তারা সেখানে ব্যবহার করতে পারবে। মেশিন বা স্ল্যাব ব্যবহার করতে পারবে।’
আরও পড়ুন:
» স্বপ্নের সফর শেষে বড় সুখবর পেলেন জাকের
» বিপিএলে খেলতে আসবেন আফ্রিদি, এতেই চটেছেন মিকি আর্থার!
ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নিজ খরচে ঢাকের বাইরে অনুশীলনের ব্যবস্থা করেছেন সাব্বির। সেই বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমি নিজের খরচে স্ল্যাব কিনেছি, মেশিন ব্যবহার করেছি। উদীয়মান যারা আছে, তাদের হয়তো সেই সামর্থ্য নাও থাকতে পারে। আমার মনে হয়েছে, এই পরিকল্পনাটা সব বিভাগের জন্য করা উচিত। যেন এই সুবিধাগুলো কাজে লাগিয়ে কামব্যাক করতে পারে।’
তিনি আরও যোগ করেন, ‘আমি মিরপুরে আসতে পারি না, কারণ এখানে অনেক বুকিং থাকে। এক ঘণ্টা বা আধঘণ্টা অনুশীলন করে মজা পাওয়া যায় না। আমি সারা দিন অনুশীলন করতে চাই। এখানে সারাদিনের অনুশীলন হবে না। তাই আমি নিজের শহরে এই সেট-আপ করি। সারাদিন সেখানে অনুশীলন করি। আমি এটা নিজের মতো করে করে ফেলি। বাকিটা জানি না বিষয়টা। তো এই সেট-আপ যেন সব বিভাগে হয়।’
ক্রিফোস্পোর্টস/২৫ডিসেম্বর২৪/এফএএস