গত সেপ্টেম্বরে জিম-আফ্রো টি-টেন লিগে খেলেছেন সাব্বির রহমান। এরপর এনসিএলে দল না পাওয়ায় বাইশ গজের বাইরে ছিলেন এই হার্ঢিটার ব্যাটার। তবে বিপিএলের আগে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি দিয়ে পুনরায় প্রায় তিন মাস পর পেশাভিত্তিক ক্রিকেটে ফেরার কথা ছিল তার। তবে এই টুর্নামেনেটে শুরুর দিকে খেলা হচ্ছে না সাব্বিরের। কারণ টি-টেন লিগ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছেন তিনি।
আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে লঙ্কা টি-টেন সুপার লিগের প্রথম আসর। যেখানে হাম্বানটোটা বাংলা টাইগার্সের হয়ে খেলবেন সাব্বির রহমান। তবে এই অনেকটা নাটকীয়ভাবেই এই ফ্রাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ পেয়েছেন সাব্বির।
মূলত হাম্বানটোটা বাংলা টাইগার্সের হয়ে খেলার কথা ছিল জাতীয় দলের ওপেনার সৌম্য সরকারের। তবে চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কারণে এই টুর্নামেন্টে খেলা হচ্ছে তার। যার ফলে সৌম্যর বদলি হিসেবে সাব্বিরকে দলে নিয়েছে হাম্বানটোটা।
আরও পড়ুন:
» টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল বিসিবি, নেতৃত্বে লিটন
» রিকশায় চড়া, চা বাগান ভ্রমন– বাংলাদেশ কেমন লাগলো আইরিশদের
লঙ্কা টি-টেন লিগে অংশ নিতে আজ দুপুরেই শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন সাব্বির। এর আগে নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট শেয়ার করে এই ব্যাটার লিখেছেন, ‘লঙ্কান টি-টেনের লিগে খেলার জন্য অনেক রোমাঞ্চিত। আমাকে আপনাদের প্রার্থনায় রাখুন।’
লঙ্কা টি-টেন লিগের এবারের আসরে সাব্বির ছাড়াও খেলবেন আরও দুই বাংলাদেশি। বাকি দুই ক্রিকেটার হলেন সাকিব আল হাসান ও রনি তালুকদার। সাকিব খেলবেন গল টাইটানসের হয়ে এবং কলম্বো জাগুয়ার্সের জার্সিতে মাঠ মাতাবেন রনি তালুকদার।
আগামীকাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সাকিবদের জাফনা টাইটানসের মুখোমুখি হবে সাব্বিরদের হাম্বানটোটা বাংলা টাইগার্স। একই দিনে মাঠে নামছেন রনি তালুকদারও। দ্বিতীয় ম্যাচে নুয়ারা এলিয়া কিংসের মুখোমুখি হবে রনিদের কলম্বো জাগুয়ার্স।
ক্রিফোস্পোর্টস/১০ডিসেম্বর২৪/বিটি