লঙ্কা টি-টেন লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন সাব্বির রহমান-মোসাদ্দেক হোসেনদের দল হাম্বানটোটা বাংলা টাইগার্স। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ফাইনালে জাফনা টাইটান্সকে ২৬ রানে হারিয়ে উদ্বোধনী আসরের শিরোপা ঘরে তুলেছে ফ্রাঞ্চাইজিটি।
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে হাম্বানটোটা বাংলা টাইগার্স। জবাবে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৭ রান তুলতে সক্ষম হয় জাফনা।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে দলকে ভালো শুরু এনে দেন আহমেদ শেহজাদ। ১১ বলে ২৬ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন এই আফগান ওপেনার। আরেক ওপেনার কুশাল পেরেরা ৬ বলে ৯ রান করে ফিরে যান।
তিনে নেমে ৮ বলে দুই ছক্কার মারে ১৬ রানের ক্যামিও ইনিংস খেলেন সাব্বির রহমান। এই হার্ডহিটার ব্যাটার ফিরে যাওয়ার পর অধিনায়ক দাসুন শানাকা ১০ বলে ২১ এবং শিবন ড্যানিয়েল ১৫ বলে ২৬ রান যোগ করেন। এছাড়া কেনার লুইস ও ধনাঞ্জয়া লাকশানের সমান ১০ রানের ক্যামিওতে ১৩৩ রানের পুঁজি পায় বাংলা টাইগার্স।
আরও পড়ুন:
» এনসিএল টি-২০ : প্লে-অফে উঠল কারা, ম্যাচগুলো কবে-কখন?
» হামজা এখন বাংলাদেশের, খেলবেন লাল-সবুজের জার্সিতে
জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরুর আভাস দেন দুই ওপেনার। তবে দলীয় ২৮ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে জাফনা। এরপর ইমপ্যাক্ট ব্যাটার হিসেবে নামা টম অ্যাবেল লড়ে যান একাই। তবে তাকে সঙ্গ দেওয়ার মতো ছিল না কেউ। অপরপ্রান্তে আসা-যাওয়ার মধ্যেই থাকেন ব্যাটাররা। শেষ পর্যন্ত অ্যাবেলের ২৭ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংসে ভর করে ১০৭ রানে থামে জাফনার ইনিংস।
হাম্বানটোটা বাংলা টাইগার্সের হয়ে রিচার্ড গ্লিসন ৩টি এবং শানাকা ২টি উইকেট শিকার করেছেন। এছাড়া ইসুরু উদানা একটি উইকেটের দেখা পেয়েছেন।
এ নিয়ে চলতি বছর বাংলা টাইগার্স ফ্রাঞ্চাইজির দুটি শিরোপা জয়। চলতি বছরের সেপ্টেম্বরে জিম-আফ্রো টি-টেন লিগে প্রথম শিরোপার দেখা পেয়েছিল দলটি। এরপর আবুধাবি টি-টেন লিগে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেও লঙ্কা টি-টেন লিগে সাফল্যের দেখা পেয়েছে ফ্রাঞ্চাইজিটি।
সংক্ষিপ্ত স্কোর:
হাম্বানটোটা বাংলা টাইগার্স: ১৩৩/৭ (১০ ওভার)
জাফনা টাইটান্স: ১০৭/৬ (১০ ওভার)
ফলাফল: হাম্বানটোটা বাংলা টাইগার্স ২৬ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/১৯ডিসেম্বর২৪/বিটি