Connect with us
ক্রিকেট

ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি হাঁকালেন সাব্বির

সাব্বির রহমান। ছবি- গুগল

জাতীয় দলে নাম নেই, দেশের ঘরোয়া ক্রিকেটেও খেলার সূচি নেই। তাই সাব্বির রহমান খেলতে গেছেন ইংল্যান্ডে।

ইংলিশদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে মাঠে নেমেই ঝোড় তুলেছেন টাইগার এই ব্যাটার। ম্যাচে অপরাজিত ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন সাব্বির। তার ব্যাটে ভর করে বিশাল জয় পেয়েছে ক্লাব অ্যাভালিও।

সাব্বিরের দুর্দান্ত ডাবল সেঞ্চুরির ইনিংসটি ছিল ১২ ছক্কা ও ১৭ চারে মোড়ানো। মাত্র ১০১ বল খেলে ডাবল ফিগার পূর্ণ করেন এই হার্ডহিটার ব্যাটার। ম্যাচে অপরাজিত ছিলেন সাব্বির।

এদিন টস জিতে শুরুতে ব্যাট করতে নামে সাব্বিরের দল অ্যাভালি। ম্যাচে নির্ধারিত ৪০ ওভার শেষে ৫ উইকেটে ৩৪৮ রানের পাহাড় দাড় করায় তার দল। ৩৪৮ রানের পাহাড়ে চাপা পরা সুপারনোভা স্পোর্টস ক্লাব মাত্র ৩০ দশমিক ২ ওভারে ২০৫ রানেই অলআউট হয়ে যায়। এতে ১৪৩ রানের বিশাল জয় পায় সাব্বিরের দল অ্যাভালিও।

এদিকে ব্যাটে আগুন জ্বালিয়ে বোলিংও করবছে সাব্বির। লেগ স্পিন বল করে ২ উইকেটও শিকার করেছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্স এর স্বীকৃতিও পেয়েছেন, হয়েছে ‘ম্যান অব দ্য ম্যাচ’।

আরও পড়ুন: ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ: কোয়ার্টার ফাইনালে হেরে ব্রাজিলের বিদায়

ক্রিফোস্পোর্টস/৫জুন২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট