দীর্ঘদিন যাবত জাতীয় দলের বাইরে রয়েছেন সাব্বির রহমান। তবুও যেন ক্রিকেটপ্রেমীদের চিন্তার আড়ালে চলে যাননি এই টাইগার মারকুটে ব্যাটার। ব্যাপক প্রত্যাশা নিয়ে জাতীয় দলে নিজের যাত্রা শুরু করেছিলেন তিনি। খুব অল্প সময়ে হয়ে উঠেছিলেন দলের অন্যতম সদস্য।
তবে সময়ের পালা ক্রমে এবং নিজের ছন্দহীনতায় এখন নিজেকে হারিয়ে খুঁজছেন এই টাইগার ক্রিকেটার। নেই জাতীয় দলের রাডারের আশেপাশেও। অবশ্য বর্তমানে বিদেশে জিম আফ্রো টি-টেন লিগ খেলছেন সাব্বির রহমান। আর সেখানেই যেন নতুন করে নিজেকে জানান দিলেন এই ব্যাটার।
হারারে বোল্টসের হয়ে গতকাল রাতে দারুন একা ইনিংস খেলেছেন তিনি। যেখানে সাব্বির করেছেন মাত্র ১২ বলে ৩৪ রান। হাকিয়েছেন ৫ ছক্কা। যার মধ্যে ইনিংসের শেষ ওভারে করিম জান্নাতের শেষ ৩ বল টানা তিনি করেছেন বাউন্ডারি ছাড়া।
>> সাব্বিরের ব্যাটিং দেখতে ক্লিক করুন।
শেষ দিকে সাব্বির রহমানের এমন ঝড়ো ব্যাটিংয়ে ১২০ রানের পুঁজি পায় হারারে বোল্টস। তবে সিকান্দার রাজার ব্যাটিং তাণ্ডব ইনিংসের শেষ বলে সাব্বিরদের ৪ উইকেটে হারিয়েছে জোবার্গ বাংলা টাইগার।
অবশ্য আজ রাতে আবার প্রথম কোয়ালিফায়ারে বাংলা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে হারারে বোল্টস। এর আগে টুর্নামেন্টের শুরুর দিকে হারারের একাদশ থেকে বাদ পড়েছিলেন সাব্বির। তবে গতকালের এই ইনিংসে পরবর্তী ম্যাচগুলোতে তার থাকা অনেকটাই নিশ্চিত।
আরও পড়ুন: ব্যস্ততার মাঝেই নভেম্বরে হতে পারে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ
ক্রিফোস্পোর্টস/২৮সেপ্টেম্বর২৪/এফএএস