দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সত্ত্বেও অসংখ্য ভক্ত সমর্থকের মনে এখনো জায়গা করে রেখেছেন সাব্বির রহমান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের কেন আসরে কোন দল পানি এই মারকুটে ব্যাটার। এবার সম্প্রতি খেলেছেন জিম আফ্রো টি-টেন লিগে। এর মাঝেই আসন্ন বিপিএলে দল পেলেন এই টাইগার ক্রিকেটার।
বিপিএলের ড্রাফটে ‘ই’ ক্যাটাগরিতে ছিলেন সাব্বির। যেখান থেকে তাকে দলে নিয়েছে টুর্নামেন্টের নতুন ফ্র্যাঞ্চাইজি দল ঢাকা ক্যাপিটালস। দেশের ক্রিকেট ভিত্তিক একটি মাধ্যমে বিপিএলে দল পাওয়া নিয়ে আজ নিজের অনুভূতির কথা জানিয়েছেন সাব্বির। এছাড়া ভালো খেলে জাতীয় দলে ফিরতে চান তিনি।
গত মৌসুমে দল না পেলেও আসন্ন বিপিএলে খেলার সুযোগ পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন সাব্বির। তিনি বলেন, ‘একটু নার্ভাস ছিলাম, গত বছর তো দল পাইনি। এবার জিম-আফ্রো টি-টেন খেলে আত্মবিশ্বাস ছিল কোনো দল পেতে পারি, কোনো না কোনো দল তো পাব। আল্লাহর রহমতে ঢাকা ক্যাপিটালস ভরসা রেখেছে।’
আসন্ন এই টুর্নামেন্ট নিয়ে পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, ‘বিপিএল নিয়ে এখনও পরিকল্পনা করিনি। এখনও ২ মাস আছে। চেষ্টা করছি বিপিএলে ভালো কিছু করে যেন জাতীয় দলে ফিরতে পারি। প্র্যাকটিস করছি ঐ হিসেব করেই। এর আগে এনসিএলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে। এখানে ভালো প্রস্তুতি নেওয়া যেতে পারে। বিপিএলে পারফর্ম করার চেষ্টা করব।’
আরও পড়ুন:
» ১৫৬ রানে গুটিয়ে গেল ভারত: ১০৩ রানের লিড কিউইদের
» গ্লোবাল সুপার লিগে রংপুরের জার্সিতে খেলবেন সাকিব
টি-টেন লিগে খেলার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘জিম-আফ্রো টি-টেন খুব ভালো ছিল। জীবনের প্রথম টি-টেন। এত সংক্ষিপ্ত ক্রিকেট কখনও খেলা হয়নি। খুব নার্ভাস ছিলাম প্রথমে, ধারণা ছিল না। এরপর খেললাম, বুঝলাম। খুব ভালো লেগেছে। একটি ম্যাচে পারফর্ম করেছি। দুইটা ম্যাচ দলের জন্য স্যাকরিফাইস করেছি, ওরা খুব খুশি হয়েছে।’
ভবিষ্যতেও এমন বিদেশী লিখে খেলার ইচ্ছার কথাও জানান সাব্বির, ‘সব মিলে ওরা খুব সন্তুষ্ট ছিল। ভবিষ্যতে খেলার সম্ভাবনা তো অবশ্যই আছে। ওরা যদি নিতে চায় আমি খেলব। অন্যান্য লিগেও খেলার ইচ্ছা আছে।’
বিপিএলের গ্রেডিং নিয়ে তিনি বলেন, ‘গ্রেডিং নিয়ে আমার কোনো অমত নেই। কিন্তু কোন সিস্টেমে হয় জানার খুব ইচ্ছা। গত কয়েক বছর যারা পারফর্ম করেনি তারা ‘বি’ গ্রেড, ‘সি’ গ্রেড, ‘ডি’ গ্রেডে আছে। গত বছর দল পাইনি, অভ্যস্ত হয়ে গেছি। আমার কাছে এবার গ্রেডিংয়ের চেয়ে দল পাওয়া গুরুত্বপূর্ণ ছিল। পারফর্ম করলে গ্রেডিংয়ে উন্নতি হতেই পারে।’
ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৪/এফএএস