Connect with us
ক্রিকেট

জাতীয় দলে ফিরতে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন সাব্বির

Sabbir Rahman_Dhaka Capitals
সাব্বির রহমান। ছবি- সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটের সাব্বির রহমানের আগমনটা ছিল আশাজাগানিয়া। তবে ক্যারিয়ারের পরবর্তী সময়ে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ২০১৯ সালের পর থেকেই জাতীয় দলে অনিয়মিত এই তারকা ব্যাটার।

সর্বশেষ ২০২২ সালে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন সাব্বির। অক্টোবরে বাংলাদেশ-পাকিস্তান-নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি তার। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও দলগুলো আস্থা হারায় তার ওপর। যে কারণে ঘরোয়া ক্রিকেটেও সুযোগ পাননি নিয়মিত। এমনকি বিপিএলের গত আসরে তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি।

তবে চলতি মৌসুম দিয়ে আবারো বিপিএলে ফিরেছেন সাব্বির। তাকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। যদিও ফ্রাঞ্চাইজিটির হয়ে শুরুর কয়েকটি ম্যাচে একাদশে জায়গা হয়নি তার। তবে সুযোগ পেয়েই নিজের জাত চেনান সাব্বির। তাকে কেন বাংলাদেশের অন্যতম সেরা টি-টোয়েন্টি স্পেসালিস্ট বলা হয় সেটার ঝলকও দেখিয়েছেন এই মারকুটে ব্যাটার।

আরও পড়ুন:

» বিপিএল ২০২৫ : প্লে-অফের দৌড়ে দলগুলোর সামনে যে সমীকরণ

» নেইমারের পরবর্তী গন্তব্য কোথায়? বার্সা পরিচালকের যে ভবিষ্যদ্বাণী

চলতি বিপিএলে ৭ ইনিংসে ৪০.৫০ গড়ে ও ১৭৬.০৯ স্ট্রাইক রেটে ১৬২ রান করেছেন সাব্বির। বিশেষ করে তার ৩৩ বলে ৮২ রানের ইনিংসটি অনেকদিন মনে রাখবেন ভক্তরা। এছাড়া চলতি আসরে ছক্কা হাকানোর তালিকায় পাঁচে আছেন তিনি। এখন পর্যন্ত ১৭টি ছক্কা মেরেছেন এই ডানহাতি ব্যাটার।

বাংলাদেশের অসংখ্য ভক্ত সাব্বিরকে জাতীয় দলে দেখতে চান। সেই স্বপ্ন দেখছেন সাব্বির নিজেও। বিপিএলের পারফরম্যান্স দিয়ে পুনরায় জাতীয় দলে ফিরতে চান এই তারকা।

জাতীয় দলে ফেরার প্রসঙ্গে গণমাধ্যমকে সাব্বির বলেন, ‘সবকিছু আল্লাহর উপর নির্ভর করে। আমি কঠোর পরিশ্রম করছি এবং আমার প্রস্তুতিতে অনেক মনোযোগ দিয়েছি। বিপিএলে আমার পারফরম্যান্স দেখাতে পেরেছি। চেষ্টা করব সামনের দুটি ম্যাচে ভালো খেলার । এই ফর্ম ধরে রাখাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

৩২ বছর বয়সী সাব্বির মনে করেন এখনো জাতীয় দলকে তার অনেক কিছুই দেওয়ার আছে। জাতীয় দলে ফিরে আরো পাঁচ থেকে সাত বছর খেলা চালিয়ে যেতে চান এই মারকুটে ব্যাটার, ‘জাতীয় দলকে আমার এখনও অনেক কিছু দেওয়ার বাকি। অন্তত পাঁচ থেকে সাত বছর দেশের হয়ে খেলতে চাই। এজন্য আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।’

চলতি বিপিএলের গ্রুপ পর্বে ঢাকা ক্যাপিটালসের আর দুটি ম্যাচ বাকি আছে। এই দুই ম্যাচে ভালো করতে পারলে জাতীয় দলের নির্বাচকদের নজরে আসতে পারেন এই তারকা।

ক্রিফোস্পোর্টস/২৪জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট