Connect with us
ক্রিকেট

সাব্বিরের দুর্দান্ত কামব্যাক, তুলে নিলেন দ্রুতগতির ফিফটি

Sabbir's great comeback, he scored a fast fifty
চিটাগংয়ের বিপক্ষে ২২ বলে ফিফটি তুলে নিয়েছেন সাব্বির। ছবি- সংগৃহীত

চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন বাংলাদেশের টি-টোয়েন্টি স্পেশালিস্ট খ্যাত সাব্বির রহমান। কিন্তু ঢাকার জার্সিতে শুরুর তিন ম্যাচে একাদশেই জায়গা হয়নি তার। কিন্তু চতুর্থ ম্যাচে একাদশে সুযোগ পেয়েও ব্যাট হাতে রাঙাতে পারেননি তিনি। তবে পরেই ম্যাচে এসেই দুর্দান্ত কামব্যাক করলেন এই হার্ডহিটার। চিটাগং কিংসের বিপক্ষে চার-ছক্কার বৃষ্টিতে মাত্র ২২ বলে ফিফটি তুলে নিয়েছেন এই তারকা।

সাব্বিরের ব্যাট থেকে এমন একটি ইনিংস দেখার জন্য দীর্ঘদিনের অপেক্ষায় ছিলেন দেশের ক্রিকেট ভক্তরা। আর ভক্তদের মনে আশা মেটাতে আজ কোনো কমতি রাখেননি তিনি। একের পর এক ছক্কা মেরে সিলেটের গ্যালারি কাঁপিয়ে তুলেন সাব্বির।

অবশ্য এদিন ক্রিজে সেট হতে কিছুক্ষণ সময় নেন সাব্বির। শুরুতে দেখেশুনে ৯ বলে ৪ রান করেন তিনি। এরপর দশম বলে ছক্কা হাকিয়ে আত্মবিশ্বাস ফিরে পান। এরপরই শুরু হয় তার তাণ্ডবলীলা। পরবর্তী ১২ বলে ৪০ রান নিয়ে ফিফটি রানের মাইলফলক স্পর্শ করেন এই তারকা।

Sabbir Rahman scored 83 Off 33

৩৩ বলে ৮৩ রানের এক টর্নেডো ইনিংস খেলেন সাব্বির রহমান। ছবি- সংগৃহীত

আরও পড়ুন:

» রংপুরের কাছে হেরে মেজাজ হারালেন তামিম, কী ঘটেছিল?

» শেষ ওভারে ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন সোহান

শুধু ফিটটি হাকিয়েই ক্ষান্ত হননি সাব্বির। মাইলফলক পূরণের পরও তার তাণ্ডবলীলা চলতেই থাকে। ইনিংসের শেষ ওভার পর্যন্ত খেলেন তিনি। শেষ পর্যন্ত ৩৩ বলে ৮২ রান করে অপরাজিত ছিলেন সাব্বির। ২৪৮.৪৮ স্ট্রাইকরেটের এই টর্নেডো ইনিংসে ৩ টি চারের মার এবং ৯ টি ছক্কার মার ছিল।

সাব্বিরের দুর্দান্ত এই ইনিংসে ভর করে এবারের আসরের সর্বোচ্চ দলীয় রানের পুঁজি পায় ঢাকা ক্যাপিটালস। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে রাজধানীর দলটি। দলের হয়ে সাব্বির ছাড়াও ফিফটির দেখা পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৪৮ বলে ৪ চার ও ২ ছক্কার মারে ৫৪ রান করেন তিনি।

বরিশালের হয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন পেসার খালেদ আহমেদ। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন আলিস আল ইসলাম ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

এর আগে নিজের ফেরার ম্যাচে ব্যাট হাতে রাঙাতে পারেননি সাব্বির। রংপুর রাইডার্সের বিপক্ষে ৭ বলে ২ রান করে ফেরেন এই ব্যাটার। তবে আজকের ইনিংস দিয়ে নিজের জাত চিনিয়েছেন এই টি-টোয়েন্টি স্পেশালিস্ট।

ক্রিফোস্পোর্টস/৯জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট