Connect with us
ক্রিকেট

গণমাধ্যমের কাছে যে অনুরোধ সাব্বিরের

Sabbir Rahman
সাব্বির রহমান। ছবি- সংগৃহীত

সদ্য সমাপ্ত বিপিএলে ব্যাট হাতে দারুণ সময় কেটেছে সাব্বির রহমানের। জাতীয় দলে বাইরে থাকায় বর্তমানে অবসর সময় পার করছেন তিনি। তবে শীঘ্রই মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুম। আসন্ন ডিপিএল দিয়ে মাঠে দেখা যেতে পারে এই তারকা ব্যাটারকে।

ডিপিএল সামনে রেখে দল গোছানোর কাজে ব্যস্ত সময় পার করছে ঢাকার ক্লাবগুলো। তবে এখনো কোনো ক্লাবের সঙ্গে যুক্ত হননি সাব্বির। তবে তার দাবি, বিভিন্ন গণমাধ্যম তার দল পাওয়া নিয়ে বারবার ভুল তথ্য প্রচার করছে। কোনো ক্লাবের সঙ্গে তার যুক্ত হওয়ার বিষয়টি মিথ্যা। তাই গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানিয়েছেন এই তারকা।

আজ (বুধবার) সাব্বির নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্ট করে লিখেন, ‘আমি এখনো আগত ঢাকা প্রিমিয়ার লিগের কোনো দলের সঙ্গে যুক্ত হইনি। কিন্তু কিছু গণমাধ্যম বারবার ভুল তথ্য প্রচার করছে, যেখানে বলা হচ্ছে যে আমি অমুক দলের সঙ্গে সাইনিং করেছি। এই তথ্য সম্পূর্ণ ভুল, কারণ এখনো আমি বা সেই দল—কেউই এ ধরনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেইনি।’

আরও পড়ুন:

» স্বল্প পুঁজি নিয়েও অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল শ্রীলঙ্কা

» ২১ বছরেই অবসরে বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী তারকা

এছাড়া গণমাধ্যমকে বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে আরও দায়িত্বশীল হওয়া অনুরোধ জানিয়ে সাব্বির লিখেছেন, ‘আমি আশা করি, ভবিষ্যতে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো আরও দায়িত্বশীল হবে এবং এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকবে।’

এদিকে ১২ দল নিয়ে আগামী ৩ মার্চ শুরু হবে ডিপিএল। গত কয়েক মৌসুমের মতো এবারও সরাসরি চুক্তির মাধ্যমে ক্রিকেটারদের দলে ভেড়াচ্ছে ক্লাবগুলো। তবে এবারের মৌসুমে খেলতে পারবে না কোনো বিদেশি ক্রিকেটার।

ক্রিফোস্পোর্টস/১২ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট