Connect with us
ফুটবল

সাফের অর্জন দেশবাসীকে উৎসর্গ করলেন সাবিনা

Sabina Khatun Collect Saff trophy
সাফের শিরোপা গ্রহণ করলেন সাবিনা। ছবি- সংগৃহীত

ঘরের শিরোপা ঘরে ফিরিয়ে আনবে বাংলাদেশ এমন প্রত্যাশা নিয়ে নেপালে গিয়েছিল নারী ফুটবলাররা। এবার স্বাগতিক নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জিতেছে বাংলার নারীরা। দারুন এই জয়ের পর সাফের অর্জন দেশবাসীকে উৎসর্গ করলেন নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।

সাম্প্রতিক সময়ে দেশের পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক ছিল না। রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ সময় অস্থিরতা বিরাজ করছিল দেশের মানুষের মনে। এবার সেই সকল দেশবাসীকেই সাফের শিরোপা উৎসর্গ করেছেন সাফজয়ী অধিনায়ক। গতকাল ফাইনাল শেষে বাফুফেকে পাঠানো এক ভিডিও বার্তায় এসব কথা বলেন সাবিনা।

গতকাল নেপালের কাঠমান্ডুতে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে শিরোপা উচিয়ে ধরে বাংলাদেশ। দেশের মানুষ এই অর্জনের দাবিদার ও তাদের দোয়া ছাড়া এমন কিছু সম্ভব হতো না বলে সেই ভিডিওতে উল্লেখ করেন সাবিনা, ‘এই শিরোপা বাংলাদেশের মানুষের জন্য। তাদের দোয়া ও ভালোবাসা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। আমরা যে শিরোপা জিতেছি, তার দাবিদার তারাই।’

আরও পড়ুন:

» সাফের শিরোপা জড়িয়ে ঘুমালেন নারী ফুটবলাররা

» নারী ফুটবলের দারুন সাফল্যে অভিনন্দন জানালেন ক্রিকেট তারকারা

সকলের আশা পূরণ করতে পেরে খুশির কথা জানান তিনি, ‘আমরা বাংলাদেশের মানুষের মান রাখতে পেরেছি। দুই বছর আগে প্রথমবারের মতো শিরোপা জিতেছিলাম। আমরা এটা মাথায় রেখেই খেলেছি। কেউ যাতে বলতে না পারে বাংলাদেশের নারীরা ভাগ্যক্রমে প্রথমবার ট্রফি জিতেছিল। মেয়েরা যে ভালো ফুটবল খেলতে পারে সেটা তারা প্রমাণ করে দেখিয়েছে।’

এমন অর্জনের পর বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছে সকলে। আজ দেশে ফেরার কথা রয়েছে ফুটবলারদের। যেখানে ছাদ খোলা বাসে সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে তাদের। ট্রফি জয়ের পর নানা আনন্দে মেতে ওঠেন চ্যাম্পিয়নরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে নেচে গেয়ে উদযাপন ও ট্রফি জড়িয়ে ঘুমাতে দেখা গেছে নারী ফুটবলারদের।

ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল