Connect with us
ফুটবল

সতীর্থদের টিকটক করতে বলা স্ট্যাটাসটি মুছে ফেললেন সাবিনা

sabina akhter
সাবিনা আক্তার। ছবি: সংগৃহীত

গতকাল (বুধবার) নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারত নারী দলকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। এ জয়ের পর বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনের পেজ থেকে একটি বিতর্কিত স্ট্যাটাস দেওয়া হয়। পরে বিতর্কিত স্ট্যাটাসটি সরিয়ে নিয়ে দুংখ প্রকাশ করে আরেকটি স্ট্যাটাস দেওয়া হয়। পরে দুটি স্ট্যাটাসই সরিয়ে ফেলেন বাংলাদেশ অধিনায়ক।

সাবিনার অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়, ‘সকল প্রশংসা এক আল্লাহর! সবার কাছে এবং প্রত্যেক খেলোয়াড়ের কাছে আমি কৃতজ্ঞ। আমি চাই, রোজ তোরা টিকটক কর। আর এমন পারফরম্যান্স কর। অনেক অনেক ভালোবাসা তোদের জন্য।’

সাবিনা আক্তারের পেজ থেকে করা স্ট্যাটাস

এই স্ট্যাটাসটি দেওয়ার কিছুক্ষণ পরেই ডিলিট করে দেন সাবিনা। পরবর্তীতে দুঃখ প্রকাশ করে আরও একটি স্ট্যাটাস দেন বাংলাদেশ অধিনায়ক। এ স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমার পেজ থেকে প্রকাশিত আগের আগের পোস্টের জন্য আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি। আমার পেজটি একজন অ্যাডমিন দ্বারা নিয়ন্ত্রিত। আমি খেলা শেষ করে টিম হোটেলে আসার পূর্বেই স্ট্যাটাসটি প্রকাশ করা হয়েছিল। যা আমি দেখা মাত্রই ডিলিট করেছি।’

দোয়া এবং সমর্থন চেয়ে সাবিনা আরও লেখেন, ‘ এখন আমরা একটা প্রতিযোগিতায় আছি এবং সেটিতেই মনোযোগ দিতে চাই। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, সব নেগেটিভ নিউজ বা মতামত টুর্নামেন্ট শেষে শেয়ার করুন। এই মুহূর্তে আমাদের সবার জন্য দোয়া এবং সাপোর্ট করুন। এই দল সিনিয়র জুনিয়র সবকিছুর উপরে। আমরা সবাই এখন বাংলাদেশ। সবাই ভালো থাকুন এবং আমাদের জন্য দোয়া করুন যেন আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি। শুভরাত্রি।’

উল্লেখ্য, নেপালে চলমান সাফ নারী চ্যাম্পিয়নশীপের গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে গতকাল ভারত নারী দলকে ৩-১ গোলে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা।

আরও পড়ুনঃ অল্পের জন্য সেঞ্চুরির স্বাদ গ্রহণ করা হল না মেহেদীর

ক্রিফোস্পোর্টস/২৪ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল