Connect with us
ফুটবল

ভারতের ক্লাবে সুযোগ পেয়েও খেলা নিয়ে শঙ্কায় সাবিনা

Sabina Khatun
সাবিনা খাতুন। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ভারতীয় মহিলা লীগের দল কিকস্টার্ট এফসির হয়ে খেলার আমন্ত্রণ পেয়েছেন। তবে ভিসা জটিলতার কারণে বেঙ্গালুরুর এই দলটির হয়ে তার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। 

কিকস্টার্ট এফসির সাথে ৩ মাসের চুক্তি স্বাক্ষর করেছেন সাবিনা। গতকাল (বুধবার) ভারতের ভিসার জন্য আবেদন করেছেন এই তারকা ফুটবলার। তবে সময় মতো ভিসা পাবে কিনা সে নিয়ে অনিশ্চিত এই স্ট্রাইকার।

ভিসার বিষয়ে সাবিনা বলেন, ‘ভিসার জন্য আবেদন করেছি। তবে ভিসা কবে নাগাদ পাবো জানি না। সেখানে লিগ শুরু হয়েছে আরো আগেই। শেষ পর্যন্ত সময়ের মধ্যে দলে যোগদান করতে পারবো কিনা জানি না।’

এর আগে ২০১৮ সালে ভারতের ফুটবল লিগে খেলেছিলেন সাবিনা। পরবর্তীতে সুযোগ এলেও আর যাওয়া হয়নি। গত ৮ ডিসেম্বর থেকে এই মৌসুমের লিগ শুরু হয়েছে, যা শেষ হবে চলতি বছরের মার্চে। তবে ভিসা জটিলতা দূর হলে আবারও ভারতের ফুটবল লিগে দেখা যাবে বাংলাদেশ অধিনায়কে।

আরও পড়ুন: বাংলাদেশ নারী ক্রিকেট দলের যত অর্জন 

ক্রিফোস্পোর্টস/১১জানুয়ারি২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল