Connect with us
ফুটবল

ইউরোপের একই ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন সাবিনা-ঋতু

সাবিনা খাতুন এবং ঋতুপর্ণা চাকমা। ছবি: সংগৃহীত

ইউরোপীয় ক্লাব থেকে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন এবং ঋতুপর্ণা চাকমা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এ কথা নিশ্চিত করেছেন সাবিনা।

সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সাবিনার অধিনায়কত্বে দুইবার সাফ শিরোপা জিতেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। ব্যক্তিগত পারফরম্যান্সে সব সময় দ্যুতি ছড়িয়েছেন তিনি। অন্য দিকে সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরের টুর্নামেন্ট সেরা হয়েছে ঋতুপর্ণা। টাইগ্রেসদের এ সাফল্য নজর কেড়েছে ইউরোপীয় ক্লাবের। তাইতো ইউরোপীয় ক্লাবের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের দুই নারী ফুটবলার।

নর্থ মেসিডোনিয়ান উইমেন্স লিগে খেলা ব্রেরা টিভেরিজার পক্ষ থেকে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে সাবিনা-ঋতুপর্ণাকে। বর্তমানে লিগের শীর্ষ দল টিভেরিজা।

ইউরোপীয় ক্লাব থেকে প্রস্তাব পাওয়ার বিষয়ে বাফুফে ভবনে অধিনায়ক সাবিনা বলেন,’ নর্থ মেসিডোনিয়ান ক্লাবের পক্ষ থেকে আমি ও ঋতু খেলার জন্য প্রস্তাব পেয়েছি। তবে চূড়ান্ত কিছু হয়নি এখনও। কারণ সেখানে ভিসা জটিলতার কিছু ব্যাপার রয়েছে।’

এছাড়াও সাবিনা বলেন, ‘ প্রথমে ব্রেরা টিভেরিজা বাংলাদেশের ৪ জনকে খেলার প্রস্তাব দিয়েছে। তবে তারা জানুয়ারি থেকে দু’জনকে খেলানোর কথা বলেছে। বর্তমানে তারা লিগের শীর্ষ দল।’

বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে দেশের বাইরে খেলার গৌরব অর্জন করেছেন সাবিনা। ২০১৮ সালে ভারতের উইমেন্স লিগে অভিষেক হয়েছিল এই অধিনায়কের। সেখানে সেথু এফসির হয়ে খেলেছিলেন এ ফুটবলার। গেল বার অবশ্য কিকস্টার্টের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। এছাড়া গত আগস্টে সাবিনার পাশাপাশি মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও ঋতুপর্ণা ভুটানিজ ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এসসির হয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ লিগে মাঠ মাতিয়েছিলেন।

ইউরোপীয় শীর্ষ ক্লাব ব্রেরা টিভেরিজায় এখন দুজন বিদেশি খেলোয়াড় খেলছেন। ব্রাজিলের গোয়া টেচুরি হারুমি ও যুক্তরাষ্ট্রের ক্যাশলিন কোপলে জেন এ ক্লাবের বিদেশি ফুটবলার।

আরও পড়ুন: বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড

ক্রিফোস্পোর্টস/৩ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল