যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) মালিকানায় যুক্ত হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকার। চলতি বছর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বিনিয়োগ করেছেন ‘গড অব ক্রিকেট’ খ্যাত এই কিংবদন্তি।
যুক্তরাষ্ট্রের ক্রিকেট লিগের মালিকানায় যুক্ত হতে পেরে বেশ উচ্ছ্বসিত শচীন। এ নিয়ে ভারতের এই তারকা বলেন, ‘আমার জীবনের সব চেয়ে গুরুত্বপূর্ণ অংশ ক্রিকেট। এই লিগের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। যুক্তরাষ্ট্রের ক্রিকেটে দারুণ উন্নতির জায়গা তৈরি হয়েছে। এমন গুরুত্বপূর্ণ সময়ে সময় ওদের সঙ্গে যুক্ত হতে পেরে অনেক লাগছে।’
ন্যাশনাল ক্রিকেট লিগে শচীনের অন্তর্ভুক্তিতে বেশ ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের ক্রিকেটও এগিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের ক্রিকেটের উন্নতিতে অবদান রাখতে চান শচীন, ‘এনসিএলের লক্ষ্য বিশ্বমানের ক্রিকেটার তৈরি করা। নতুন প্রজন্মকেও ক্রিকেটের প্রতি উৎসাহিত করতে চায় তারা। এই উদ্যোগে যুক্ত থেকে যুক্তরাষ্ট্রের ক্রিকেটের উন্নতি দেখতে চাই।’
আরও পড়ুন:
» সাকিবের দেশে ফেরা নিয়ে বিসিবির ইতিবাচক বার্তা
» ভারতীয় তরুণীকে বিয়ে করছেন পাকিস্তানের ক্রিকেটার, পাত্রী কে?
এনসিএলের মালিকানায় শচীনের অন্তর্ভুক্তিতে আনন্দিত আয়োজকেরাও। এ নিয়ে এনসিএলের চেয়ারম্যান অরুণ আগরওয়াল বলেছেন, ‘শচীনের অন্তর্ভুক্তিতে আমরা অত্যন্ত আনন্দিত। তাঁকে ন্যাশনাল ক্রিকেট লিগ পরিবারে স্বাগত জানাচ্ছি।’
ন্যাশনাল ক্রিকেট লিগের এবারের আসরে বিভিন্ন দেশের তারকা ক্রিকেটারদের দেখা যাবে। এর মধ্যে বাংলাদেশের সাকিব আল হাসানও রয়েছেন। এছাড়া শহিদ আফ্রিদি, সুরেশ রায়না, দীনেশ কার্তিক, রবিন উথাপ্পা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, কলিন মুনরো, স্যাম বিলিংস, মোহাম্মদ নবি, জনসন চার্লস, তাবারাইজ শামসি, ক্রিস লিনের মতো তারকা ক্রিকেটাররা খেলবেন এই টুর্নামেন্টে।
ক্রিফোস্পোর্টস/৭অক্টোবর২৪/বিটি