২৪ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছে ভারত। এমনকি হোম ভেন্যুতে সর্বশেষ ১৮ সিরিজে অপরাজেয় ছিল স্বাগতিকরা। কিছুদিন আগেই বাংলাদেশকে নিজেদের মাঠে ধবলাধোলাই করে ছেড়েছে রোহিত শর্মারা। তবে এবার নিউজিল্যান্ডের সঙ্গে ভারতকে দেখতে হয়েছে শোচনীয় পরাজয়। আর ঘরের মাঠে এমন ব্যর্থতা মেনে নিতে পারছেন না সাবেক ক্রিকেটাররা।
নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে পরাজয়ে নিজেদের হতাশা প্রকাশ করেছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। এমন ব্যর্থতা গভীরভাবে বিচার করে দেখার কথা বলেছেন তিনি। এদিকে টেস্ট ক্রিকেটে অপ্রয়োজনীয় অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা চালানোর পক্ষে নন বীরেন্দ্র শেবাগ।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে শচীন টেন্ডুলকার নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘ঘরের মাঠে ৩-০ ব্যবধানে পরাজয় হজম করা আসলেই কঠিন। এমন ব্যর্থতা অবশ্যই গভীরভাবে বিচার করে দেখা উচিত। এখানে কি ক্রিকেটারদের প্রস্তুতির ঘাটতি ছিল, নাকি বাজে শট সিলেকশন অথবা ম্যাচ অনুশীলনের ঘাটতি?’
আরও পড়ুন:
» মিরপুরে অনুশীলন ও দলে ফেরা ইস্যুতে মুখ খুললেন তামিম
» অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচসহ আজকের খেলা (৪ নভেম্বর ২৪)
দলীয় ব্যর্থতা থাকলেও ব্যক্তিগত অর্জনের প্রশংসা করেছেন শচীন, ‘শুবমান গিল প্রথম ইনিংসে ধৈর্য ধরে খেলেছে। রিশভ পন্ত দুই ইনিংসেই দারুণ ছিল। এমন চ্যালেঞ্জিং উইকেটে তার ফুটওয়ার্ক একেবারে ভিন্নরকম। সে আসলেই দুর্দান্ত ছিল।’ এছাড়াও ভারতকে তাদের দুর্গে হারানোর জন্য প্রতিপক্ষকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।
এদিকে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রামে বীরেন্দ্র শেবাগ লেখেন, ‘সমর্থক হিসেবে তাদের সমর্থন দেওয়া তো উচিত। তবে আমাদের দলে এটা ভয়াবহ পারফরম্যান্স ছিল। স্পিন খেলার স্কিলে অবশ্যই উন্নতি করতে হবে। কিছু পরীক্ষা নিরীক্ষা সীমিত ওভারের ক্রিকেটে করা প্রয়োজন। তবে টেস্টে অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার ফল ভালো হয়
ক্রিফোস্পোর্টস/৪নভেম্বর২৪/এফএএস