Connect with us
ক্রিকেট

কোহলির রেকর্ড ভাঙা-গড়ার দিনে শচীনের আবেগঘন বার্তা

Virat-Sachin
বিরাট কোহলি। ছবি- সংগৃহীত

বিরাট কোহলি এক এক করে শচীনের সব রেকর্ডে হানা দিবে সেটা অনেক আগেই বুঝে গিয়েছিল ক্রিকেট বিশ্ব। আর মাঠেও তাই করে যাচ্ছেন কোহলি। এবার শচীনের ঘরের মাঠ মুম্বাইয়ে তার ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়েছেন ‘কিং অব ক্রিকেট ’ খ্যাত বিরাট কোহলি। তার সামনেই শূন্যে ভেসে এই রেকর্ডময় সেঞ্চুরিটি উদযাপন করেছেন তিনি। শচীনও দাঁড়িয়ে প্রশংসা করেছেন কোহলির।   

দীর্ঘদিন ধরেই শচীন টেন্ডুলকারের একের পর এক রেকর্ড ভেঙে আসছিলেন বিরাট কোহলি। এবার গড়লেন  আরো একটি নতুন কীর্তি। ওয়ানডে ক্রিকেটার ইতিহাসে সর্বোচ্চ (৫০) সেঞ্চুরি করে শচীনের (৪৯) রেকর্ড ভেঙে দিয়েছেন এই কিংবদন্তি ব্যাটার। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের মত বড় আসরে এই কীর্তি গড়েছেন তিনি।

কোহলির এই পঞ্চাতম সেঞ্চুরিটি মাঠে বসেই দেখেছেন শচীন টেন্ডুলকার। সেঞ্চুরি করার পরপরই কোহলিকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন টেন্ডুলকার। ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোহলিকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। যেখানে লিখেছেন, প্রথমবার যখন আমি ভারতের ড্রেসিংরুমে তোমার সাথে দেখা করেছিলাম, তখন আমার পা স্পর্শ করার জন্য মজা করে আমার সতীর্থরা তোমাকে বাধ্য করেছিল। সেদিন হাসি থামাতে পারিনি আমি। কিন্তু শীঘ্রই, তুমি তোমার আকাঙ্ক্ষা এবং দক্ষতা দিয়ে আমার হৃদয় স্পর্শ করেছো। আমি খুব খুশি যে সেই তরুণ ছেলেটি আজ এত ‘বিরাট’ খেলোয়াড় হয়েছে।

একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে তাতে আমি খুশি না হয়ে পারি না। এবং তাও বিশ্বকাপের সেমিফাইনালের মতো বড় মঞ্চে। আর আমার ঘরের মাঠে এই কীর্তিটি আরো বেশি পূর্ণতা পাচ্ছে।

সেঞ্চুরির রেকর্ড ভাঙার পাশাপাশি শচীনের আরও একটি রেকর্ড ভেঙেছেন কোহলি। বিশ্বকাপের এক আসরে শচীনের করা সর্বোচ্চ ৬৭৩ রানের রেকর্ডও ভেঙে দিয়ে ৭১১ রান করে সর্বোচ্চ স্থানে উঠে এসেছেন তিনি।

আরও পড়ুন: নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত মাহমুদুল্লাহ

ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৩/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট