ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শুক্রবার মিরাজের নেতৃত্বে বাংলাদেশ ফিল্ডিং করতে নামেন। এতে সবার মনে প্রশ্ন জাগে অধিনায়ক সাকিব দলে নেই কেন?
এদিকে বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগেই অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ শিবির। হঠাৎ এক চোটে প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি।
এছাড়া বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও সাকিবের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ভারতের গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পান সাকিব। তার পা ফুলে গেছে তার। যে কারণে আজ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলছেন না তিনি। যদিও সাকিবের চোটের টিম ম্যানেজমেন্ট কিংবা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।
অপরদিকে প্রস্তুতি ম্যাচে নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামরাকে বিশ্রামে রাখা হয়েছে।
আরও পড়ুন: মুশফিকও দল থেকে বাদ পড়তে পারতেন: সাকিব
ক্রিফোস্পোর্টস/২৯সেপ্টেম্বর২৩/এসএ