Connect with us
ফুটবল

সুখের সন্ধানে দুঃখই নেইমারের সঙ্গী

Neymar jr. Posted photo
নেইমার জুনিয়রের পোস্ট করা ছবি। ছবি- নেইমার

ইনজুরির সঙ্গে ব্রাজিল তারকা নেইমার জুনিয়রের রয়েছে পুরনো সখ্যতা। ক্যারিয়ারের শুরু থেকেই বড় একটা সময় দলের বাইরে ছিলেন চোট জর্জরিত হয়ে। ইনজুরির কারণে লম্বা সময় ধরে এখনো তিনি রয়েছেন মাঠের বাইরে। তবে খেলায় ফেরার অপেক্ষায় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন পেলে পরবর্তী সময়ে ব্রাজিলের অন্যতম এই সুপারস্টার।

গেল বছরের ১৭ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হাটুতে চোট পান নেইমার। এরপর হাঁটুর এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের চোট সারাতে অস্ত্রোপচার হয় এই ব্রাজিলিয়ান তারকার। এই ধরনের চোট সারতে ৯ থেকে ১২ মাস সময় লাগে। যার কারণে আসন্ন কোপা আমেরিকায় খেলা এখনো অনিশ্চিত নেইমারের জন্যে।

তবে সমর্থকদের জন্য স্বস্তির খবর, ইতোমধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে সৌদি ক্লাব আল-হিলালের ফিটনেস ক্যাম্পেও যোগ দিয়েছেন নেইমার। অবসরে মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন বিভিন্ন পোস্ট। গতকালও নিজের অফিসিয়াল ফেসবুক একাউন্টে তিনটি ছবি পোস্ট করেছেন নেইমার।

এদিন পোস্ট এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নো পেইন নো গেইন’।  যার ভাবগত অনুবাদ এরকম হয় যে, ‘কষ্ট ছাড়া কেষ্ট মেলে না’। কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের কবিতার পংক্তি- ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?’ এর সঙ্গেও মিল খুজতে পারেন সমর্থকরা।কেননা বিভিন্ন কষ্ট সঙ্গী করেই সুখের দিকে এগোচ্ছেন এই ব্রাজিল তারকা।

এর আগে নিজের বেদনাদায়ক পুনর্বাসন প্রক্রিয়ার চিত্র তুলে ধরেছিলেন নেইমার। তবে সে সময় তার চিকিৎসক উল্লেখ করেছিলেন, নেইমারের সবথেকে বড় কষ্ট খেলার বাইরে থাকা। ২০১৯ সালেও ব্রাজিল কোপা আমেরিকা জয়ের সময় ইনজুরির কারণে তিনি ছিলেন না দলের সঙ্গে। আসন্ন টুর্নামেন্ট নিয়েও রয়েছে তার অনিশ্চয়তা।

আরও পড়ুন: বিপিএলের ফাইনাল ম্যাচে সময়ের কিছুটা পরিবর্তন

ক্রিফোস্পোর্টস/২৯ফেব্রুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল