Connect with us
ফুটবল

ঢাকার পরিবর্তে সাফ আয়োজিত হবে কাঠমান্ডুতে

বাংলাদেশ নারী ফুটবল। ছবি- সংগৃহীত

আসন্ন নারী সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে অনুষ্ঠিত হবে এমনটাই শোনা যাচ্ছিল বেশ কিছুদিন যাবত। তবে ঢাকার স্টেডিয়াম সমস্যার কারণে টুর্নামেন্টের ভেন্যু নির্ধারণের বিষয়টি ঝুলে ছিল। আজ সাফের কম্পিটিশন কমিটির সভায় হয়েছে এর নিষ্পত্তি হয়। আগামী ১৭-৩০ অক্টোবর সাফ নারী চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। 

সাফ নারী চ্যাম্পিয়নশিপ আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছিল বাফুফে। প্রাথমিকভাবে সাফও বাংলাদেশে টুর্নামেন্টের ব্যাপারে ইতিবাচক ছিল। তবে এখানে বাধা হয়ে দাড়িয়েছে স্টেডিয়াম সমস্যা। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ এখনও চলমান। কিংস অ্যারেনাকে বাফুফে বিকল্প ভেন্যু হিসেবে উপস্থাপন করলেও সাফ নেপালের দশরথ স্টেডিয়ামকেই চূড়ান্ত করেছে।

ভেন্যু নির্ধারণে বাংলাদেশের স্টেডিয়াম সমস্যা ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেয়ার বিষয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেছেন, ‘এই টুর্নামেন্টে সাতটি দেশই অংশগ্রহণ করবে। ভিসা, বিমান টিকিট, স্টেডিয়ামে সাফের কর্তৃত্ব সামগ্রিক সব বিবেচনা করেই নেপালের দশরথকে বেছে নেয়া হয়েছে।’

বাংলাদেশ এবং নেপালের সঙ্গে নারী সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেছিল ভুটানও। তবে ভুটান থেকে প্রতিদিন সব দেশের ফ্লাইট না থাকায় দেখা দিতে পারে জটিলতা। তাই সাফ চ্যাম্পিয়নশিপের মত বড় টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চায় না আয়োজক কমিটি।

কম্পিটিশন কমিটির আজকের সভায় সাফ নারী চ্যাম্পিয়নশিপের ড্র ফরম্যাটও অনুমোদন হয়েছে। আগামী ৮ জুন ঢাকায় সাফের কংগ্রেস অনুষ্ঠিত হবে। সেই কংগ্রেস শেষে নারী সাফের পাশাপাশি আরও দুটি বয়স ভিত্তিক টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে। 

সবশেষ কাঠমান্ডুর দশরথে আয়োজিত ২০২২ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এই টুর্নামেন্টে একবার করে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়েছে বাংলাদেশ। এবার বাফুফে বাংলাদেশে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে বেশ আগ্রহী থাকলেও স্টেডিয়াম সংকটে শেষ পর্যন্ত তা হলো না।

আরও পড়ুন:

চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেন সৌম্য সরকার!

বিশ্বকাপে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচসহ আজকের খেলা (৩ জুন ২৪)

ক্রিফোস্পোর্টস/৩জুন২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল