ভুটানের মাটিতে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমে শক্তিশালী ভারতের সামনে শুরুটা রাঙাতে পারলো না লাল-সবুজের প্রতিনিধিরা।
শনিবার ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে শেষ মুহূর্তের গোলে ভারতের কাছে ১-০ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশের যুবারা।
এদিন ম্যাচের প্রথমার্ধে মাঠে একক আধিপত্য ছিল বাংলাদেশের। শুরুতে বেশ কিছু সুযোগ হাতছাড়া হয়েছে বাংলার যুবাদের। মিস হয় বেশ কিছু অন টার্গেট শট। প্রথমার্ধের বাঁশি বাজার আগে একটু ফ্রি কিকে দুর্দান্ত সুযোগ এসেছিল, তবে সেবারও ভাগ্য সহায় হয়নি৷
ম্যাচে ৫৩ মিনিটে আরেকটি সুযোগ পায় বাংলাদেশ। তবে ডি বক্সের বাইরে থেকে লম্বা কিক ক্রসবারের ওপর দিয়ে চলে যায় বল। এরপরই কাউন্টার অ্যাটাকে যায় ভারতের যুবারা।
৭৩ মিনিটে ভারতীয় ফুটবলার স্যামশনের ফ্রি কিক ক্রসবারে লেগে ফিরে গেলে হাফ ছাড়ে বাংলাদেশ। তবে শেষ রক্ষা হয়নি, পরের মিনিটেই প্রতিপক্ষ বাংলাদেশের জালে বল পাঠায় ভারত। আর এতেই সাফ মিশনের শুরুতে হোচট খায় খুদে বাঘের দল।
এদিকে আগামী ৪ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
আরও পড়ুন: বিশ্বকাপ জেতানো দুজনকে বাদ দিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা
ক্রিফোস্পোর্টস/২সেপ্টেম্বর২৩/এসএ