Connect with us
ফুটবল

বীরের বেশে দেশে ফিরলো সাফজয়ী যুবারা, পেল উষ্ণ অভিনন্দন

SAFF Champion Bangladesh returned home as heroes, received warm congratulations
শিরোপা নিয়ে দেশে ফিরেছে সাফজয়ী যুবারা। ছবি- সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) শিরোপা নিয়ে বীরের বেশে দেশে ফিরছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সাফজয়ী যুবাদের বহনকারী উড়োজাহাজ। আজ সন্ধ্যায় সরকারের পক্ষ থেকে তাদের জন্য একটা সংবর্ধনার আয়োজন করা হয়েছে। তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৭টায় জাতীয় ক্রীড়া পরিষদে সাফজয়ী যুবাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আসিফ মাহমুদ।

আরও পড়ুন:

» সাকিবের লিগের নিলামে এবার ১০ বাংলাদেশি ক্রিকেটারের নাম

» হঠাৎ অবসরের ঘোষণা দিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা পেসার 

এর আগে গতকাল (২৮ আগস্ট) সাফের ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। দলের পক্ষে জোড়া গোল ও ১টি অ্যাসিস্ট করেন মিরাজুল ইসলাম। ফলে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জিতে নিয়েছেন এই ফরোয়ার্ড। এছাড়া ১টি করে গোল করেছেন রবি হোসেন রাহুল ও পিয়াস।

এছাড়া টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন বাংলাদেশের গোলরক্ষক আসিফ। সেমিফাইনালে ভারতের বিপক্ষে জয়ের নায়ক ছিলেন এই গোলরক্ষক। টাইব্রেকারে ভারতের দুটি শট আটকে দেন তিনি। ফাইনালেও নেপালের বিপক্ষে গোলপোস্টের নিচে আস্থার প্রতিদান রেখেছেন তিনি। ফলে প্রথমবারের মতো শিরোপা ছোঁয়ার স্বাদ পেয়েছে অনূর্ধ্ব-২০ দলের যুবারা।

ক্রিফোস্পোর্টস/২৯আগস্ট২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল