নেপালের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। ছয় জাতির এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশও। আগামী ১৮ আগস্ট থেকে পর্দা উঠবে বয়স ভিত্তিক এই আঞ্চলিক টুর্নামেন্টের। ২৮ আগস্ট ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে ইতি ঘটবে এই সাফ ফুটবল আসরের।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে মোট ছয় দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে একে অপরের সঙ্গে। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে টুর্নামেন্টের ড্র। বাংলাদেশ অবস্থান হয়েছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে নেপাল এবং শ্রীলঙ্কা। এদিকে ‘বি’ গ্রুপে আছে ভারত, মালদ্বীপ ও ভুটান।
টুর্নামেন্টের সবগুলো ম্যাচই আয়োজিত হবে নেপালের দশরথ স্টেডিয়ামে। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আগামী ২০ আগষ্ট মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। পরবর্তী ম্যাচে ২২ আগষ্ট স্বাতিক নেপালের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধীরা। দুটি ম্যাচই মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যে ৬টা ১৫ মিনিটে।
এর আগে ১৮ আগস্ট আসরের উদ্বোধনী ম্যাচে স্বগতিক নেপালের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। এদিকে ২৫ আগস্ট প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ দলের। এরপর ২৬ আগস্ট দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে মাঠে নামবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নরা।
গ্রুপ পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। এরপর উভয় গ্রুপ থেকে সেরা দুটি দল উঠে আসবে আসরের সেমিফাইনালে। তারপর শেষ চারের এই লড়াই থেকে বিজয়ী দুটি দল যাবে টুর্নামেন্টের ফাইনালে। আগামী ২৮ আগস্ট ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের।
এক নজরে টুর্নামেন্টে বাংলাদেশের সূচি:
তারিখ | ম্যাচ | সময় |
২০ আগষ্ট | বাংলাদেশ-শ্রীলঙ্কা | ৬টা ১৫ মিনিট |
২২ আগষ্ট | বাংলাদেশ-নেপাল | ৬টা ১৫ মিনিট |
আরও পড়ুন: নাফিস ইকবালের বর্তমান অবস্থা জানালেন তিনি নিজেই
ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৪/এফএএস