নাটকীয়তা শব্দটার একচেটিয়া রাজত্ব দেখা গেল সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে৷ ঢাকার কমলাপুর স্টেডিয়ামে এদিন ভারত-বাংলাদেশের ম্যাচটা ছিল নাটকীয়তার চূড়ান্ত পর্যায়ে৷
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে শিবানী দেবীর গোলে ১-০ গোলে এগিয়ে ছিল ভারত৷ এরপর নিয়ম অনুযায়ী ম্যাচে অতিরিক্ত চার মিনিট যোগ করেন রেফারি। অতিরিক্ত সময়ের তিন মিনিটের মাথায় আফিদা খন্দকারের থ্রো ইন থেকে বাংলাদেশকে সমতায় ফেরান সাগরিকা।
শ্বাসরুদ্ধকর অতিরিক্ত সময় শেষে উভয় দলের ১-১ সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে৷ কিন্তু নাটকের তখনো কয়েক পর্ব বাকি ছিল৷ টাইব্রেকারে ১১-১১ গোল হওয়ার পরও নিষ্পত্তি হয়নি ম্যাচের। কিন্তু ফুটবলের নিয়মকে দূরে সরিয়ে ম্যাচ কমিশনার রেফরিকে টস করতে বলেন৷ ব্যাস, টস ভাগ্যে জয়ী হয় ভারত।
কিন্তু পরক্ষণেই ঘটে নাটকের চূড়ান্ত পর্ব৷ ম্যাচের শ্রীলঙ্কান কমিশনার ডি সিলভা জয়াসুরিয়া দিলান জানতেনই না ফুটবলের নিয়ম অনুযায়ী ম্যাচের ফলাফল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টাইব্রেকার চলতে থাকবে৷ সাফ টুর্নামেন্টের বাইলজ ঘেঁটে দেখলেন তিনি বড়সড় এক ভুল করে বসেছেন৷ বাইলজ অনুযায়ী, ম্যাচে যতক্ষণ পর্যন্ত কোনো এক দল জয়ী না হবে ততক্ষণ পর্যন্ত টাইব্রেকারে শট নেওয়া চলতে থাকবে।
ম্যাচ কমিশনার নিজের ভুল বুঝতে পেরে ভারতকে পুনরায় টাইব্রেকারে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানান৷ কিন্তু এবার গোঁ ধরে বসে ভারত৷ চ্যাম্পিয়ন ঘোষণা হওয়ার পরও মাঠে নামতে নারাজ ভারতীয় নারী ফুটবল দল৷ তাদের দাবি, চ্যাম্পিয়নের নাম ঘোষণার পর কেন তা প্রত্যাহার করা হবে৷
এদিকে টাইব্রেকার শটের জন্য মাঠেই অবস্থান করছিল বাংলাদেশ। ভারতকে ৩০ মিনিট সময় বেঁধে দেওয়ার পরেও মাঠে নামেননি তারা। এরপর কয়েক ঘন্টা ধরে চলে আলোচনা-সমালোচনা। কাকে ঘোষণা করা হবে চ্যাম্পিয়ন? আলোচনা শেষে বাংলাদেশ-ভারত– দুই দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়।
কমলাপুরের বীরশ্রেষ্ট মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশের রয়েছে অপরাজেয় রেকর্ড৷ এর আগে কখনো সাফ বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশ হারেনি। তিনটি ফাইনাল খেলে সবকটিই জিতে নিয়েছে বাংলাদেশ। নেপালকে ১-০ গোলে হারিয়ে ২০১৭ সালে অনূর্ধ্ব ১৫ বিভাগ জিতে বাংলাদেশ৷ এরপর অনূর্ধ্ব ২০ বিভাগেও নেপাল হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ৷ ২০২১ সালে অনূর্ধ্ব ১৯ বিভাগে ভারতকে হারিয়ে শিরোপা জয় করে ঘরের মেয়েরা।
আরও পড়ুন: সাফ চ্যাম্পিয়নশিপে আগে কখনো ঘটেনি এমন ঘটনা
ক্রিফোস্পোর্টস/৯ফেব্রুয়ারি২৪/টিএইচ/এমটি