চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত হবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। আসন্ন এই টুর্নামেন্টকে কেন্দ্র করে আজ শনিবার (৮ জুন) ঢাকার একটি হোটেলে সাফের সাধারণ কংগ্রেসে ড্র অনুষ্ঠিত হয়েছে।
ড্র শেষে গ্রুপ ‘এ’ তে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত ও পাকিস্তান। আর গ্রুপ ‘বি’ তে পড়েছে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান।
সাফের সাতটি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। গত আসরে বাংলাদেশের গ্রুপে মোট চারটি দল থাকলেও এবার তিনটি দল পড়েছে। তাছাড়া গতবারের মতো এবারের আসরটিও নেপালেই অনুষ্ঠিত হবে। আগামী ১৭ অক্টোবর এই আসরের পর্দা উঠবে এবং ৩০ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে এর পর্দা নামবে।
এছাড়া সাফে পুরুষদের দুটি বয়সভিত্তিক টুর্নামেন্ট- অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপেরও ড্র হয়েছে আজ। যেখানে অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের গ্রুপ-এ তে রয়েছে বাংলাদেশ, এবং তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত ও মালদ্বীপ। আর অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপেও গ্রুপ-এ তে পড়েছে বাংলাদেশ, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে তিনটি দল- নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তান।
সাফে ছেলেদের অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের সময়কাল ১৬ থেকে ২৬ আগস্ট, যা নেপালে অনুষ্ঠিত হবে। আর অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ভুটানে, যার সময়কাল ১৮ থেকে ২৬ সেপ্টেম্বর।
একনজরে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র-
সিনিয়র নারী সাফ
গ্রুপ-এ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান
গ্রুপ-বি: শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান
পুরুষ অনূর্ধ্ব-২০
গ্রুপ-এ: বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান
গ্রুপ-বি: ভারত, ভুটান, মালদ্বীপ
পুরুষ অনূর্ধ্ব-১৭
গ্রুপ-এ: বাংলাদেশ, ভারত, মালদ্বীপ
গ্রুপ-বি: নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা
আরও পড়ুন: ছক্কা হাকানোর কৌশল জানালেন তাওহীদ হৃদয়
ক্রিফোস্পোর্টস/৮জুন২৪/বিটি