সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবলে গ্রুপপর্বে তিন ম্যাচেই জয় পেয়েছে লাল সবুজের বাংলাদেশ। জয় পেয়েছে শক্তিশালী ভারতের বিপক্ষেও। লক্ষ্য এবার শিরোপা জয়। সেই শিরোপা জয়ের ম্যাচেও ভারতই প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশের। কার হাতে উঠবে শিরোপা? বাংলাদেশ নাকি ভারতের হাতে?
অনূর্ধ্ব-১৯ ফরম্যাটের প্রথম আসরেই শিরোপা জিতে তাক লাগিয়ে দিয়েছিলো বাংলাদেশ। এবার দ্বিতীয় শিরোপার হাতছানি তাদের সামনে। অন্যদিকে ভারত বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৯ আসরে এখনো শিরোপা পায়নি। গতবারের আসরে বাংলাদেশের কাছে হেরে শিরোপা খোয়াই ভারতের মেয়েরা। এবার বাংলাদেশের লক্ষ্য দ্বিতীয় আর ভারতের প্রথম…
এই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে শিরোপা নির্ধারণী লড়াই শেষ হওয়া পর্যন্ত। যদিও বয়সভিত্তিক সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে শিরোপা ঘরে তুলতে তৈরি হয়েছে ভারতও।
আগামীকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) কমলপুর স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে ফাইনাল। শিরোপা ধরে রেখে দেশের জন্য সাফল্য বয়ে আনতে আত্মবিশ্বাসি আফিদারা। গুরুত্বপুর্ণ ফাইনালে কোন ভুল যেন না হয়, সেদিকে সতর্কতা ভারতের।
শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জে দুর্দান্ত ফর্মের সাথে মানষিকভাবেও উজ্জিবিত আফিদা, সাগরিকারা। কমলাপুর স্টেডিয়ামে নিবিড় অনুশীলনে শিষ্যদের প্রস্তুত করেছেন কোচ। জোর দিয়েছেন সেট পিস, ফিনিশিংয়ে।
স্নায়ুচাপের খেলা ফাইনাল। প্রতিপক্ষ ভারতের চারজন খেলেছে বয়সভিত্তিক বিশ্বকাপে। তবে এসব কোন প্রভাব ফেলবে না আফিদাদের উপর৷ বিশ্বাস কোচের। নিজেদের মাঠে, স্বাগতিকদের দর্শকদের হাসিমুখ দেখতে চান আফিদারা। শিরোপা ধরে রাখার মিশনে আত্মবিশ্বাস দৃঢ় বাংলাদেশ দলের।
গ্রুপপর্বে পরাজয়ের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ফাইনালের জন্য শিষ্যদের প্রস্তুত করেছেন ভারত কোচ। স্বাগতিকদের সমীহ করেই সাজাচ্ছেন পরিকল্পনা। সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের এই ট্রফিটা ঘরে রাখার প্রত্যয় বেঙ্গল টাইগ্রেসদের। অন্যদিকে অধরা শিরোপা জয়ের স্বপ্ন গতবারের রানার্সআপ ভারতীয় মেয়েদের।
আরও পড়ুন: ডেনমার্ক ছেড়ে যেভাবে বাংলাদেশ ফুটবলে আসলেন জামাল ভূঁইয়া
ক্রিফোস্পোর্টস/৭ফেব্রুয়ারি২৪/এজেড