সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে আজ (শুক্রবার) নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করল বাংলাদেশের মেয়েরা।
আজ বাংলাদেশের মাটিতে সাফ অনূর্ধ্ব-১৯ নারী টুর্নামেন্টর পর্দা উঠেছে। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ভুটানের মুখোমুখি হয়েছে ভারত। একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রেখে খেলে বাংলাদেশ। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় জুনিয়র টাইগ্রেসরা। ৩৯ মিনিটের মাথায় বাংলাদেশের হয়ে প্রথম গোলটি করেন সাগরিকা। তার তিন মিনিট পরই মুনকি আক্তারের গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয় বাংলাদেশ।
অবশ্য দ্বিতীয়য়ার্ধের শুরুতেই নেপাল একটি গোল শোধ করলেও আর ম্যাচে ফিরতে পারেনি। পরবর্তীতে আরো একটি গোল করে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।
এদিকে দিনের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১০-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত।
আরও পড়ুন: সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি
ক্রিফোস্পোর্টস/২ফেব্রুয়ারি২৪/এমটি