সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন মিরাজুল ইসলাম। এমন দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এবার জাতীয় দলে ডাক পেলেন এই তরুণ ফরোয়ার্ড।
আগামী সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে ফিফার আন্তর্জাতিক দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচগুলোকে সামনে রেখে গত ২৪ আগস্ট ১৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাফুফে। হ্যাভিয়ের ক্যাবরেরা এই দলে জায়গা করে নিয়েছেন সাফজয়ী মিরাজুল ইসলাম।
সদ্য সমাপ্ত সাফে ৪ গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন মিরাজুল। যার মধ্যে ফাইনালে জোড়া গোল ও ১ অ্যাসিস্ট করে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ফরোয়ার্ড।
আরও পড়ুন:
» ডিসেম্বরেই মাঠে গড়াবে বিপিএল
» সাফ শিরোপা জয়ীদের বড় পুরস্কারের ঘোষণা ক্রীড়া উপদেষ্টা আসিফের
এর আগে ঘোষিত ১৪ জনের প্রাথমিক দল থেকে ৪ জন বাদ পড়েছেন। অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দল থেকে মিরাজুলসহ মোট ৪ জন ফুটবলারকে চূড়ান্ত দলে রেখেছেন হ্যাভিয়ের ক্যাবরেরা। বাকী তিনজন চন্দন রায়, শাকিল আহাদ তপু এবং রাব্বী হোসেন রাহুল।
আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর ভুটানের রাজধানী থিম্পুতে মাঠে গড়াবে ম্যাচ দুটি। ম্যাচগুলো খেলতে ৩০ আগস্ট ভূটানের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল।
ভুটানের বিপক্ষে ২৩ সদস্যের চূড়ান্ত দল-
গোলরক্ষক: মিতুল মার্মা, মোহাম্মদ সুজন হোসেন ও পাপ্পু হোসেন।
ডিফেন্ডার: রহমত মিয়া, ইসা ফয়সাল, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, সাদ উদ্দিন, শাকিল হোসেন, মেহেদি হাসান, শাকিল আহমেদ তপু।
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা, মিরাজুল ইসলাম, মোহাম্মদ হৃদয়, চন্দন রায়, মোহাম্মদ সোহেল রানা, মজিবুর রহমান জনি।
ফরোয়ার্ড: শেখ মোরসালিন, শাহরিয়ার ইমন, রাকিব, ফয়সাল আহমেদ ফাহিম ও রাব্বি হোসেন রাহুল।
ক্রিফোস্পোর্টস/২৯আগস্ট২৪/বিটি