Connect with us
ক্রিকেট

সাইফ-জাকেরের সেঞ্চুরিতে পাকিস্তানে বড় সংগ্রহ পেল বাংলাদেশ ‘এ’

Saif Hasan-Zaker Ali
পাকিস্তান শাহিনসের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন সাইফ ও জাকের। ছবি- সংগৃহীত

পাকিস্তান শাহিনস ও বাংলাদেশ ‘এ’ দলের মধ্যকার দ্বিতীয় চারদিনের ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল গত মঙ্গলবার (২০ আগস্ট)। তবে বৃষ্টিতে ভেস্তে যায় প্রথম দুইদিন। আজ তৃতীয় দিন ব্যাট করে সাইফ হাসান ও জাকের আলি অনিকের সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

ইসলামাবাদে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান শাহিনস। প্রথমে ব্যাট করে তৃতীয় দিনের খেলা শেষে ৯৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ ‘এ’।

এদিন ইসলামাবাদে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ব্যর্থ হয়েছেন দুই উদ্বোধনী ব্যাটার এনামুল হক বিজয় ও নাঈম শেখ। অধিনায়ক বিজয় ২৫ বলে ৭ এবং নাঈম ৩৪ বলে ৯ রান করে আউট হয়ে যান। এরপর সাইফ হাসানকে কিছুক্ষণ সঙ্গ দেন শাহাদাত হোসেন। দলীয় ৭৪ রানের মাথায় ব্যক্তিগত ২৩ রানে ফিরে যান এই ব্যাটার। শাহাদাত ফিরে যাওয়ার পরপরই রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন তাওহীদ হৃদয়।

আরও পড়ুন:

» প্রথম দিনেই পরিবারকে ‘গোল্ডেন প্লে বাটন’ উপহার দিলেন রোনালদো

» ফারুক আহমেদকে সময় দিলেই পরিবর্তন আসবে : হাবিবুল বাশার

দলীয় ৭৭ রানে ৪ উইকেট হারিয়ে দল যখন বিপদে তখন জাকের আলিকে নিয়ে দারুণ এক জুটি গড়েন সাইফ হাসান। সাইফ নিজের শতক তুলে দলীয় ২০৮ রানের মাথায় আউট হয়ে যান। প্যাভিলিয়নে ফেরার আগে ২২১ বলে ১১১ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেন এই টপ অর্ডার ব্যাটার।

সাইফ ফিরে গেলে মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে ১৩১ রানের জুটি গড়েন জাকের। তুলে নেন নিজের শতকও। শেষদিকে মাহিদুল ৩৯ রান করে ফিরে গেছেন। দিনশেষে ৩০১ বলে ১৩৬ রান করে অপরাজিত আছেন জাকের।

পাকিস্তানের হয়ে ঘুলাম মুদাসসার ও মেহরান মুমতাজ ২টি করে উইকেট শিকার করেছেন। এছাড়া আবরার আহমেদ ১টি উইকেট শিকার করেছেন।

ক্রিফোস্পোর্টস/২২আগস্ট২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট