Connect with us
ক্রিকেট

এনপিএলে সরাসরি চুক্তিতে দল পেলেন সাইফউদ্দীন

Mohammad saifuddin
মোহাম্মদ সাইফউদ্দীন। ছবি: সংগৃহীত

নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) প্রথম আসরে দল পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বাংলাদেশি এ অলরাউন্ডারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে লুম্বিনি লায়ন্স।

তবে সাইফউদ্দীন এনলপিএলে খেলতে পারবেন কি-না এ নিয়ে সংশয় রয়েছে। কেননা প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টটি যখন মাঠে গড়াবে ঠিক একই সময়ে ঘরোয়া আসর এনসিএলেরও ম্যাচ থাকবে। কোনো টুর্নামেন্ট খেলার জন্য এনসিএল কর্তৃপক্ষ ছাড়পত্র না দিতেও পারে। সেক্ষেত্রে সাইফের দল পেয়েও না খেলার আফসোস রয়ে যাবে।

এনপিএলের সূচনা আসরের সবগুলো ম্যাচ কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্টে নেপালের প্রধান আটটি শহর বিরাটনগর, চিতওয়ান, জনকপুর, কর্নালি, কাঠমান্ডু, লুম্বিনি, পোখারা এবং সুদুরপাশিম অংশ নেবে। ইতোমধ্যেই ফ্রাঞ্চাইজিগুলো সরাসরি চুক্তিতে দেশি-বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়াচ্ছে।

আরও পড়ুন: সাকিবকে টপকে ঘরের মাঠে তাইজুলের নতুন রেকর্ড

প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টটি বেশ জাঁকজমক ভাবেই অনুষ্ঠিত হবে। এ বছরের ৩০ নভেম্বর পর্দা উঠবে এ লিগের। ২১ ডিসেম্বর ট্রফি নির্ধারিত ম্যাচ দিয়েই শেষ হবে এবারের আসর।

এই পর্যন্ত আন্তর্জাতিক টি-টুয়ান্টি ক্রিকেটে ৩৮ টি ম্যাচ খেলেছেন সাইফউদ্দীন। ব্যাট হাতে ১৮.৭ গড়ে ২০৬ রান করেছেন তিনি। এছাড়াও বল হাতে ৪২টি উইকেট শিকার করেছেন এই ২৭ বছর বয়সী ব্যাটার।

এছাড়াও আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে লাল-সবুজের জার্সিতে ২৯ ম্যাচে মাঠে নেমেছেন ডান-হাতি এ পেসার। প্রায় ৩৭ গড়ে ৩৬২ রান এসেছে এ অলরাউন্ডারের ব্যাট থেকে। বল হাতে নিয়েছেন ৪১ উইকেট

এর আগে সাইফউদ্দিন দেশের বাইরে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ এবং যুক্তরাষ্ট্রের মাইনর লিগে দল পেয়েছিলেন। কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতার কারণে গ্লোবাল টি-টোয়েন্টিতে অংশগ্রহণ করতে পারেননি তিনি।

ক্রিফোস্পোর্টস/২৪ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট