আজ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মুখোমুখি হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ঢাকা আবাহনী লিমিটেড। ম্যাচে প্রথম ইনিংসে বোলিংয়ের করতে নেমে ইনজুরিতে পড়েছেন আবাহনীর পেসার সাইফউদ্দিন।
বোলিংয়ে শুরুটা বেশ ভালো করেছিলেন এই পেসার। প্রথম ৫ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। এরপর নিজের ষষ্ঠ ওভার করতে এসে ফলো থ্রু-তে খানিক দৌড়ে মাটিতে শুয়ে পড়েন সাইফউদ্দিন।
তাৎক্ষণিক মাঠে হাজির হয়ে তাকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করেন আবাহনীর ফিজিও।
পর্যবেক্ষণ শেষে ফিজিও তাকে মাঠের বাইরে নিয়ে যেতে বলেন। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় সাইফউদ্দিনকে। যতটুকু ধারণা করা হচ্ছে যে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছেড়েছেন এই পেসার।
আরও পড়ুন: এবার মেসির সাথে চুক্তির বিষয়ে মুখ খুলল আল-হিলাল
ক্রিফোস্পোর্টস/১৩মে২৩/এমবি