বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ক্রিকেটার সাকিব আল হাসান। গতকাল রোববার (২৪ মার্চ) ছিল সাকিবের জন্মদিন। বয়সের হিসেবে ৩৭-এর কোঠায় পা দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের সম্মানে তার ৭৫ নম্বর জার্সি দিয়ে তুলে রাখার জন্য বিসিবির কাছে অনুরোধ করেন মোহাম্মদ সাইফুদ্দিন।
লম্বা সময় ইনজুরি কাটিয়ে ক্রিকেট মাঠে ফিরেছেন এই পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন। বিপিএল দিয়ে প্রত্যাবর্তন ঘটিয়ে দারুন পারফরমেন্স করেন তিনি। ফরচুন বরিশালকে শিরোপা জেতাতেও রাখেন ভূমিকা। জাতীয় দলে ফেরার লক্ষ্যে তিনি এখন খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে।
গতকাল ডিপিএলে সাকিবের ব্যাটিং দেখার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিবের জার্সি নিয়ে কথা বলেন সাইফুদ্দিন, ‘৭৫ নম্বর জার্সিটা তিনি (সাকিব) সবাইকে চিনিয়েছেন। বাংলাদেশে এই জার্সিটা স্মরণীয় হয়ে থাকুক। যারা পরবর্তীতে জাতীয় দলে আসবে, তারা যেন এই জার্সিটা না নেয়। উনার সম্মানে এই জার্সিটা আজীবনের জন্য থাকলেই ভালো।’
দেশের ক্রিকেটের সব থেকে বড় পোস্টার বয় সাকিব সময়ের সঙ্গে নতুন নতুন রেকর্ড নিজের নামের সঙ্গে যুক্ত করছেন। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে সাকিব তিন ফরমেটের ক্রিকেটে অলরাউন্ডার রেঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করেছেন। এছাড়াও একমাত্র ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রানের পাশাপাশি ৬৫০ এর অধিক উইকেট শিকার করেছেন তিনি।
আরও পড়ুন: চাপমুক্ত থেকেই ইউরোতে খেলতে যাবেন এমবাপ্পে
ক্রিফোস্পোর্টস/২৫মার্চ২৪/এফএএস