যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগ দিয়ে চার মাস পর বাইশ গজে ফিরলেন মোহাম্মদ সাইফউদ্দিন। চলমান এই টুর্নামেন্টে নিজের অভিষেকের দিনেই ম্যাচসেরা হয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার।
গতকাল রবিবার (১৫ সেপ্টেম্বর) আটলান্টা লাইটিংয়ের মুখোমুখি হয় সাইফউদ্দিনদের দল আটলান্টা ফায়ার। দলটির জার্সিতে নিজের প্রথম ম্যাচেই আগুন ঝরানো বোলিং করে লাইটিংয়ের বিপক্ষে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই পেসার।
এদিন পারাম ভার্স ক্রিকেট মাঠে শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আটলান্টা ফায়ার। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে সাইফউদ্দিনরা। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ তুলতে সক্ষম হয় আটলান্টা লাইটিং।
আরও পড়ুন:
» এমবাপ্পেকে নিয়ে ব্রাজিলের ফুটবলারদের যে বার্তা দিলেন নেইমার
» বাংলাদেশ-ভারত সিরিজ ঘিরে উত্তাপ তুঙ্গে, শেষ দেখায় এগিয়ে কারা?
ম্যাচের শেষ ওভারে লাইটিংয়ের প্রয়োজন ছিল ১১ রান, বোলিংয়ে ছিলেন সাইফউদ্দিন। প্রথম বলেই উইকেট তুলে নেন এই পেসার। এরপর দ্বিতীয় বলে ১ রান দিয়ে তৃতীয় বলে আবারো উইকেটের দেখা পান তিনি।
তবে চতুর্থ বলে ৪ এবং পঞ্চম বলে ১ রান দেন সাইফউদ্দিন। শেষ বলে লাইটিংয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। গুরুত্বপূর্ণ এই বলে দুর্দান্ত এক ইয়র্কার দিয়ে প্রতিপক্ষ ব্যাটারকে বোল্ড করে দেন তিনি। ফলে ৪ রানে জয় পায় আটলান্টা ফায়ার।
সবমিলিয়ে ৩ ওভারে ১৩ রান খরচায় ৪টি উইকেট শিকার করেন সাইফউদ্দিন। তবে ব্যাট হাতে রাঙাতে পারেননি তিনি। ৫ বলে ৬ রান করে রান আউটের শিকার হন এই অলরাউন্ডার।
ক্রিফোস্পোর্টস/১৬সেপ্টেম্বর২৪/বিটি