Connect with us
ক্রিকেট

বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানালেন সাইফউদ্দিন

Saifuddin wished the World Cup team well
টাইগারদের শুভকামনা জানিয়েছেন সাইফউদ্দিন। ছবি- সংগৃহীত

গতকাল (১৪ মে) বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর থেকে যার নাম নিয়ে দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে তিনি হলেন মোহাম্মদ সাইফউদ্দিন। সবশেষ বিপিএলে চোট থেকে ফিরে এসে দুর্দান্ত পারফর্ম করে ভালো কিছুরই ইঙ্গিত দিয়েছিলেন এই টাইগার অলরাউন্ডার। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজেও তাসকিনের সাথে যৌথভাবে হয়েছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি।

এত কিছুর পরও দলের নির্বাচকদের মন জয় করতে ব্যর্থ হওয়ায় বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে গেছেন এই অলরাউন্ডার। এমনকি দলের রিজার্ভ প্লেয়ার হিসেবেও আমেরিকার টিকিট পাননি তিনি। তার জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব।

চারদিকে সাইফউদ্দিনকে নিয়ে আলোচনা চললেও এই একদিন তিনি নীরবই ছিলেন। তবে আজ তিনি নীরবতা ভেঙে বিশ্বকাপ স্কোয়াডকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে শুভকামনা জানিয়েছেন।

আজ মিরপুরে টাইগার স্কোয়াডের আনুষ্ঠানিক ফটোসেশন সম্পন্ন হওয়ার পর বিশ্বকাপ স্কোয়াডের একটি আনুষ্ঠানিক গ্রুপ ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন সাইফউদ্দিন। সেই পোস্টের ক্যাপশনে টাইগার অলরাউন্ডার লেখেন, ‘শুভকামনা বাংলাদেশ দলের জন্য।’ এই লাইনের সঙ্গে তিনি প্রার্থনা ও লাভ ইমোজিও জুড়ে দিয়েছেন।

গতকাল স্কোয়াড ঘোষণার পরই গণমাধ্যমে সাইফউদ্দিনের বাদ পড়া প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক লিপু জানান, ‘গত ৩০ এপ্রিল আইসিসির কাছে আমরা যে স্কোয়াড পাঠিয়েছিলাম সেখান থেকে মাত্র একটি পরিবর্তন করা হয়েছে, সেটা সাইফউদ্দিন। তার জায়গায় দলে এসেছে তানজিম সাকিব। টিম ম্যানেজমেন্ট এক্ষেত্রে সাকিবের উপরই আস্থা রেখেছে।’

টাইগার অলরাউন্ডার এর বাদ পড়ার ব্যাখ্যায় লিপু আরও জানান, ‘আমাদের সামনে পথ খোলা ছিল দু’টি – দলের মধ্যেই থাকা ফিট ক্রিকেটারদের পরখ করা অথবা বাকিদেরও পরীক্ষা করে দেখা। চোট থেকে ফেরায় সাইফউদ্দিনের পারফর্মেন্সে আমাদের নজর ছিল, তার উপর আমরা অবশ্যই আস্থা রেখেছিলাম কিন্তু এই জায়গায় তানজিম সাকিব ওর থেকে কিছুটা এগিয়ে গেছে। এজন্য সাইফউদ্দিন দল থেকে বাদ পড়েছে।’

সাকিবকে নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘সাকিবের আগ্রাসন ও একাগ্রতা চোখে পড়ার মত। শ্রীলঙ্কা সিরিজেই সেটি আমরা লক্ষ্য করেছি। দলে আসতে সাইফউদ্দিনের সঙ্গে তাকে প্রতিযোগিতা করতে হয়েছে এবং সেক্ষেত্রে সে সফল। হাসান মাহমুদকেও আমাদের ক্যারি করতে হবে তবে আশা করি তাকে খেলানোর প্রয়োজন পড়বে না।’

আরও পড়ুন: মাহমুদউল্লাহর প্রশংসায় পঞ্চমুখ হাথুরুসিংহে

ক্রিফোস্পোর্টস/১৫মে২৪/এমএস/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট