বিশ্বকাপ স্কোয়াডে শুরুতে রাখার পরও শেষ মুহুর্তে দল থেকে বাদ পড়েন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। মূলত স্কোয়াড ঘোষণার আগে জিম্বাবুয়ে সিরিজে সাইফউদ্দিনের পারফর্মেন্সে সন্তুষ্ট হতে না পারায় দল থেকে বাদ দেওয়া হয় তাকে। এদিকে আজ (২৫ মে) সাইফউদ্দিনকে ২১ সদস্যের দলে রেখে ‘বাংলাদেশ টাইগার্স’ এর স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। কিন্তু হঠাৎ সেখান থেকে নাম প্রত্যাহার করেছেন তিনি।
তথ্যটি নিশ্চিত করে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘সাইফউদ্দিন বাংলাদেশ টাইগার্স দলের সঙ্গেই ছিল। এর মধ্যে ৬ জনকে সাদা বলের ট্রেনিংয়ের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছিলাম আমরা। বাকিরা ফিজিক্যালের সঙ্গে লাল বলের অনুশীলন করবে। কিন্তু হঠাৎ সাইফউদ্দিনের থেকে আমরা একটি মেইল পেয়েছি আজ। পাশাপাশি কল করেও আমাদের জানিয়েছে, পারিবারিক কারণে ও ক্যাম্পে থাকতে পারবে না। তার স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় সে ১০ জুন পর্যন্ত ছুটি ছেয়েছে। এজন্য সে ক্যাম্পে জয়েন করতে পারবে না। এজন্য আমরা খালিদকেও প্রস্তুত রাখার চেষ্টা করবো।’
মূলত তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের মিশেলে ২১ সদস্যের বাংলাদেশ টাইগার্স গঠন করা হয়েছে। আগামীকাল (২৬ মে) সকাল ৯ টা থেকেই এই দলের প্রস্তুতি ক্যাম্প শুরু করানোর কথা ক্রিকেট বোর্ডের। মিরপুর শের-এ-বাংলা স্টেডিয়ামে হওয়া এই ক্যাম্পে ক্রিকেটারদের অনুশীলনের পাশাপাশি তাদের নিয়ে ভবিষ্যত পরিকল্পনা সাজাবে বিসিবি। মিরপুরের পর সিলেট ও চট্টগ্রামের একাধিক ভেন্যুতেও ‘বাংলাদেশ টাইগার্স’কে নিয়ে ক্যাম্প পরিচালনা করার কথা রয়েছে বিসিবির।
জাতীয় দলের নির্বাচক কমিটির মাধ্যমে বাছাই করা এই দলে যেমন মুশফিকুর রহিম-মুমিনুল হকের মত অভিজ্ঞরাসহ ডিপিএলে চমক দেখানো পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, রানা, মাহিদুল ইসলাম অঙ্কনের মত তরুণরাও আছেন। ২১ সদস্যের এই স্কোয়াডকে নিয়ে ক্যাম্পে মূলত টেকনিক ও বিভিন্ন পরিস্থিতিতে মনোবল দৃঢ় রাখার বিষয়ে জোর দেওয়া হবে। বিসিবির এইচপি দলের বিপক্ষেও বাংলাদেশ টাইগার্সের ম্যাচ আয়োজনের কথা রয়েছে।
আরও পড়ুন: আফ্রিদি জানালেন, কোন চার দল খেলবে বিশ্বকাপের সেমিফাইনাল
ক্রিফোস্পোর্টস/২৫মে২০২৪/এমএস/এজে