Connect with us
ক্রিকেট

সুপার এইটেও আম্পায়ারিংয়ের দায়িত্ব পেলেন সৈকত

Sharfuddoula Ibne Shahid Saikat
শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে প্রথমবারের মতো আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। গ্রুপ পর্বে সফলভাবে দায়িত্ব পালনের পর নতুন করে দায়িত্ব বাড়ল এই অভিজ্ঞ আম্পায়ারের। এবার সুপার এইটেও আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার।

মঙ্গলবার (১৮ জুন) এক বিজ্ঞপ্তিতে বিশ্বকাপের সুপার এইটের ১২টি ম্যাচের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সুপার এইটের ৩টি ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন সৈকত। প্রতিটি ম্যাচেই তাকে ভিন্ন ভিন্ন ভূমিকায় দেখা যাবে।

আজ বুধবার (১৯ জুন) থেকে শুরু হচ্ছে সুপার এইটের ম্যাচ। বৃহস্পতিবার (২০ জুন) সুপার এইটের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। এই হাইভোল্টেজ ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন সৈকত।

আরও পড়ুন:

» সুপার এইট শুরুর আগে তানজিম সাকিবকে দুঃসংবাদ দিলো আইসিসি

» অভিভাবক হারালো বিসিবির এইচপি ইউনিট 

২১ জুন ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈকত। এরপর ২৩ জুন দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার লড়াইয়ে চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন ৪৭ বছর বয়সী এই বাংলাদেশি।

গত ওয়ানডে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনার দায়িত্ব পান সৈকত। ভারতে অনুষ্ঠিত এই বিশ্বকাপে বেশ সফলতার সঙ্গেই দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া ২০১৭ ও ২০২১ সালে মেয়েদের বিশ্বকাপেও আম্পায়ারিংয়ের গুরুদায়িত্বে ছিলেন এই অভিজ্ঞ বাংলাদেশি।

ক্রিফোস্পোর্টস/১৯জুন২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট