Connect with us
ক্রিকেট

বিপিএলে ম্যাচপ্রতি ২ লাখেরও বেশি পারিশ্রমিক পাচ্ছেন সৈকত

Sharfuddoula Ibne Shahid Saikat in BPL
শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি- সংগৃহীত

বাংলাদেশের প্রথম আইসিসির প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আন্তর্জাতিক ব্যস্ততার কারণে চলমান বিপিএলের শুরুর দুই পর্বে ছিলেন না তিনি। তবে চট্টগ্রামে তৃতীয় পর্ব থেকে বিপিএলের আম্পায়ারিং প্যানেলে যোগ দিয়েছেন তিনি।

বিপিএলে যোগ দিয়েই এক রেকর্ড গড়েছেন শরফুদ্দৌলা। আইসিসির প্রথম এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে বিপিএলে দায়িত্ব পালন করছেন তিনি। আর এলিট প্যানেলের হওয়ায় বিপিএলের আম্পায়ারিং প্যানেলে থাকা অন্যদের চেয়ে তার পারিশ্রমিকটাও অনেক বেশি। যেহেতু বিপিএলের প্রথম এলিট প্যানেলের আম্পায়ার তিনি, সে কারণে তার পারিশ্রমিকও রেকর্ডগড়া।

এবারের বিপিএলে ম্যাচ প্রতি দুই হাজার ডলার বা ২ লাখ ৪৩ হাজার টাকার মতো পারিশ্রিমক পাবেন শরফুদ্দৌলা। এই তথ্যটি জানিয়েছেন, বিসিবির আম্পায়ার্স বিভাগের দায়িত্বে থাকা পরিচালক ইফতেখার আহমেদ। বিপিএলের ইতিহাসে এটাই কোনো আম্পায়ারের ম্যাচপ্রতি সর্বোচ্চ পারিশ্রমিক।

আরও পড়ুন:

» প্রথমবারের মতো শুরু হচ্ছে মেয়েদের বিপিএল

» বিশ্বকাপে কাল নেপালের মুখোমুখি বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে

গত আসরের চেয়ে এবারের আসরে আম্পায়ারদের ম্যাচপ্রতি পারিশ্রমিক কিছুটা বেড়েছে। এবারের বিপিএলে স্থানীয় আম্পায়াররা ম্যাচপ্রতি ৫০ হাজার টাকা পাচ্ছেন, যা আগে ছিল ৩৫ হাজার টাকা। এ ছাড়া আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার যারা আছেন তাদের ম্যাচপ্রতি ১০০ ডলার বাড়িয়ে ৬০০ ডলার বা প্রায় ৭৩ হাজার টাকা পারিশ্রমিক দিচ্ছে বিসিবি।

আম্পায়ার হিসেবে দক্ষতা ও নৈপুণ্য দেখিয়ে গত বছরের মার্চে প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেলে নাম লেখান শরফুদ্দৌলা। এরপর থেকে আইসিসির বড় বড় ইভেন্ট থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সিরিজে দায়িত্ব পালন করছেন তিনি।

সম্প্রতি ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সিরিজের চতুর্থ ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে কিছু সিদ্ধান্তের কারণে বেশ আলোচনায় আসেন তিনি। এছাড়া শেষ ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে বেশ ভালোভাবেই নিজের দায়িত্ব পালন করেছেন তিনি।

চলমান বিপিএলে বেশ কয়েকটি ম্যাচে দেখা যাবে শরফুদ্দৌলাকে। তবে বিপিএলের ফাইনালে থাকবেন না তিনি। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ভারত-ইংল্যান্ড সিরিজেও দায়িত্ব পালন করতে দেখা যাবে তাকে। যে কারণে বিপিএল শেষ হওয়ার আগেই ভারতে পাড়ি জমাবেন এই এলিট প্যানেলের আম্পায়ার।

ক্রিফোস্পোর্টস/১৭জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট