আম্পায়ার হিসেবে আরো এক নতুন কীর্তিতে নাম লেখাতে যাচ্ছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার বহুল আলোচিত বোর্ডা-গাভাস্কার ট্রফিতে আম্পায়ারিং করতে যাচ্ছেন তিনি। এর মধ্য দিয়ে আম্পায়ার হিসেবে নতুন উচ্চতায় পৌঁছে যাবেন আইসিসির এলিট প্যানেলে নাম লেখানো এই প্রথম বাংলাদেশি।
অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৫ টেস্টের সিরিজ চলমান রয়েছে। ইতোমধ্যে সিরিজের তিনটি ম্যাচ সম্পন্ন হয়েছে। তবে বাকি দুই ম্যাচে আম্পায়ার হিসেবে থাকছেন সৈকত।
আগামী ২৬ ডিসেম্বর বক্সিং ডে-তে মাঠে গড়াবে সিরিজের চতুর্থ টেস্টে। মেলবোর্নে অনুষ্ঠিত হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকছেন সৈকত। এই ম্যাচে ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন ইংল্যান্ডের মাইকেল গফ ও ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন।
আরও পড়ুন:
» চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ : বাংলাদেশের ম্যাচ কবে কখন?
» আইপিএলের পর এবার নিউজিল্যান্ড দলে ডাক পেলেন বেভন
এরপর নতুন বছরের ৩ জানুয়ারি থেকে মাঠে গড়াবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। এই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন সৈকত। এই ম্যাচে মাঠে তার সঙ্গী হিসেবে থাকবেন মাইকেল গফ এবং থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন জোয়েল উইলসন। সিডনিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার টেস্ট সিরিজেও আম্পায়ারিংয়ের দায়িত্বে ছিলেন সৈকত। সিরিজের দুই টেস্টেই অন-ফিল্ড আম্পায়ারের ভূমিকায় ছিলেন তিনি। এই সিরিজে দুর্দান্ত আম্পায়ারিং করে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। সেখানে এক অনন্য কীর্তিও গড়েন তিনি। তার সিদ্ধান্তের বিপক্ষে দুই দলের ক্রিকেটাররা ৮বার রিভিউ নিয়েও কোনো সাফল্যের দেখা পায়নি।
আম্পায়ার হিসেবে এমন সাফল্যের পর আইসিসিরও নজর কেড়েছেন সৈকত। যার ফলে এবার ভারত-অস্ট্রেলিয়ার হাইভোল্টেজ টেস্টেও দায়িত্ব পেয়েছেন আইসিসির এলিট প্যানেলের একমাত্র বাংলাদেশি এই আম্পায়ার।
বছরজুড়ে ২টি নিরপেক্ষ দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে দায়িত্ব পালন করেছেন সৈকত। সবশেষ দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা সিরিজের ২ ম্যাচে এবং এর আগে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের ৩ ম্যাচে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ৪ ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের ভূমিকায় ছিলেন সৈকত। সেখানে তার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রিকেটাররা মোট ৩২টি রিভিউ নিয়েছেন। যার মধ্যে ২৫ সিদ্ধান্তেই সফল হয়েছেন তিনি। আর বাকি ৭টি সিদ্ধান্ত গেছে তার বিপক্ষে।
উল্লেখ্য, এর আগে জানুয়ারিতে প্রথমবার টেস্ট ম্যাচে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন সৈকত। ব্রিসবেনে ওয়েস্ট-ইন্ডিজ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যকার দিবারাত্রির টেস্টে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় ছিলেন এই বাংলাদেশি।
ক্রিফোস্পোর্টস/২৪ডিসেম্বর২৪/বিটি