Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ার হিসেবে থাকছেন সৈকত

Saikat will be the umpire in the opening match of the World Cup
বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি- সংগৃহীত

গেল ওয়ানডে বিশ্বকাপের পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও আম্পায়ারিং এর গুরুদায়িত্ব পেয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এটি অবশ্য পুরোনো খবর। তবে নতুন খবর হচ্ছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই আম্পায়ার হিসেবে সৈকতকে মাঠে দেখা যাবে। আজ বুধবার (২২ মে) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) তথ্যটি নিশ্চিত করেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরটিতে এবার আয়োজক হিসেবে আছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। ২ জুন থেকে শুরু হতে যাওয়া চার-ছক্কার এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডা। এই ম্যাচের মধ্য দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক করবেন বাংলাদেশি এই আম্পায়ার। এদিন অনফিল্ড আম্পায়ার হিসেবে সৈকতের সঙ্গী হবেন বিখ্যাত ইংলিশ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ।

৬০ বছর বয়সী এই আম্পায়ার তার দুর্দান্ত দক্ষতার কারণে গত বছরই আম্পায়ারদের বর্ষসেরা পুরস্কার ডেভিড শেফার্ড ট্রফি জিতেছিলেন। এর আগেও তিনি আরও দু’বার এই ট্রফি জিতেছেন। এমনকি ভালো পারফরম্যান্সের কারণে গত ওয়ানডে বিশ্বকাপ ফাইনালেও অনফিল্ড আম্পায়ার হিসেবে ইলিংওয়ার্থ দায়িত্ব পালন করেছেন। সে ম্যাচে তার সঙ্গী হিসেবে ছিলেন স্বদেশী রিচার্ড কেটলবার্গ।

যুক্তরাষ্ট্র বনাম কানাডা উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে ডালাস স্টেডিয়ামে। সে ম্যাচে এ দু’জন ছাড়াও টিভি আম্পায়ার হিসেবে থাকবেন স্যাম নোগাস্কি ও চতুর্থ আম্পায়ার হিসেবে ল্যাংটন রুসিয়ার দায়িত্ব পালন করবেন।

আর বিশ্বকাপের বহুল আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়াবে ৯ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সে ম্যাচেও অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ। এই ব্রিটিশ আম্পায়ারের অনফিল্ডে সঙ্গী হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ান আম্পায়ার রড টাকার।

গেল ওয়ানডে বিশ্বকাপেও প্রথম ও একমাত্র বাংলাদেশি আম্পায়ার হিসেবে পাঁচ ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা অর্জন করেন সৈকত। সেবার নিজের দুর্দান্ত দক্ষতা দেখিয়ে বেশ প্রশংসা কুড়ান তিনি। পরে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের একটি ম্যাচেও আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন ৪৭ বছর বয়সী এই বাংলাদেশি। এসবের পুরস্কার স্বরূপ আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে নাম ওঠে সৈকতের।

আরও পড়ুন: মাকে হাসপাতালে রেখে আইপিএল খেলতে গেলেন গুরবাজ 

ক্রিফোস্পোর্টস/২২মে২৪/এমএস/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট