ইংল্যান্ডের স্কোরবোর্ডে যখন ২১১ রান তখন তাদের উইকেট পতনের সংখ্যা ২ টা। সেখান থেকে ২৯১ রানে গিয়ে উইকেট দাঁড়ায় ১০ টি। ৮০ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে একেবারে বিধ্বস্ত টিম ইংল্যান্ড। যেখানে ১০ উইকেটের ৭টিই তুলে নেন পাকিস্তানের ডানহাতি স্পিনার সাজিদ খান। এর ফলে ৭৫ রানের লিড পেয়েছে পাকিস্তান।
মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করে ৩৬৬ রান করে পাকিস্তান। পরবর্তীতে ইংল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সাজিদের স্পিন ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে ২৯১ রানে গুটিয়ে যায়। ইংল্যান্ড যে মুলতানের মাঠে খাবি খাবে সেটা বোঝা গিয়েছিলো ম্যাচের দ্বিতীয় দিনে। ইংল্যান্ডের প্রথম ইনিংসের শুরু থেকেই স্পিন বলে নাজেহাল হচ্ছিলো জো রুট, বেন ডাকেট ও হ্যারি ব্রুকরা। এর আগে ওলি পোপকে নিজের শিকার বানান সাজিদ।
২৩৯ রানে ৬ উইকেট নিয়ে আজ (বৃহস্পতিবার) তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। কিন্তু দিনের ৬ষ্ঠ ওভারেই তাঁরা হারায় ব্রাইডন কার্সের উইকেট। এতে করে টেস্ট ক্রিকেটে ২য় বারের মতো ৫ উইকেটের দেখা পান।
পরবর্তীতে ম্যাথিউ পটস ও শোয়েব বশিরকে আউট করে ৭ উইকেটের দেখা পায় সাজিদ। ২৬.২ ওভার বল করে ১১১ রান করে ৭ উইকেটে তুলে নেন সাজিদ। যদিও ইংল্যান্ড শুরুরেই টেস্টকে ওয়ানডে স্টাইলে খেলে। ৪১ ওভারে ২ উইকেট হারিয়ে ২১০ রান।
ওপেনিং জুটিতে বেন ডাকেট এবং জ্যাক ক্রুলি গড়েন ৭৩ রানের জুটি। যেখানে ৩৭ বলে ২৭ রান করে আউট হন জ্যাক ক্রুলি। এরপরে ৩৭ বলে ২৯ রান করে সাজঘরের পথ ধরেন অলি পোপ।
একপ্রান্ত আগলে রেখে ১২০ বলে সেঞ্চুরি তুলে নেন বেন ডাকেট। এটা তাঁর ক্যারিয়ারের চতুর্থ এবং সবচেয়ে ধীরগতির সেঞ্চুরি। ডাকেট আগের তিন সেঞ্চুরি করেছেন যথাক্রমে ভারতের বিপক্ষে ৮৮ বলে, পাকিস্তানের বিপক্ষে ১০৫ বলে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ১০৬ বলে।
এছাড়াও গতকাল (বুধবার) দিনের শেষ সেশনে এসে নিজেদের ছন্দ হারিয়ে ফেলেন ইংলিশ ব্যাটাররা। এদিন ২১১ রানে ২ উইকেট থাকা দলটা ২২৫ রানে ৬ উইকেট হারায়।
দলীয় ২১১ রানের মাথায় সাজিদের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জো রুট ( ৫৪ বলে ৩৪)। এরপরই ইংল্যান্ড ব্যাটিং লাইনআপ ধসে পড়ে। এরপরই সাজিদের বলে বিদায় নেন সেঞ্চুরিয়ান ডাকেটও (১২৯ বলে ১১৪)। হ্যারি ব্রুককেও বেশিক্ষণ টিকতে দেয় নি সাজিদ। বোল্ড করে সাজঘরে ফেরান মাত্র ৯ রানে।
পরের ওভারেই মাত্র ১ রানে শর্টে ক্যাচ দিয়ে আউট হন বেন স্টোকস। আব্দুল্লাহ শফিকের দুর্দান্ত ক্যাচে বেন স্টোকসকে আউট করেন নোমান আলি।
আরো পড়ুন : দিল্লির ডিরেক্টর অব ক্রিকেট পদ হারাতে চলেছেন সৌরভ
ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৪/এসআর