বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এশিয়া ও দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্ব উপলক্ষে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ছবিতে ১১ দেশের ১১ জন খেলোয়াড়ের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার সাজ্জাদ হোসেন।
এদিকে ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় এক বছর। এবার তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দল ও ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা দেখেছে পুরো বিশ্ব।
এরপর থেকে আর্জেন্টিনার সঙ্গে কূটনৈতিক সম্পর্কও অনেক এগিয়েছে বাংলাদেশের। এমনকি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া কিছুদিন আগে আর্জেন্টিনার এক ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন।
২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো তিন দেশে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের বাছাইপর্ব আগামীকাল থেকে এশিয়া ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে ফিফার প্রকাশিত ছবিতে দেখা যায় মেসি টিম বাংলাদেশের ফরোয়ার্ড ফুটবলার সাজ্জাদের ঘাড়ে হাত দিয়ে দাড়িয়ে আছেন। মেসি ছাড়াও ছবিতে ছিলেন ব্রাজিলের এলিসন বেকার।
আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ফুটবল প্রেমের কারণেই মেসির পাশে বাংলাদেশের খেলোয়াড় স্থান পেয়েছে বলে ধারণা বিশ্লেষকদের।
বাছাইপর্ব শুরু হতে যাওয়া দুই মহাদেশের প্রায় ৫০-এর বেশি দেশ ফিফার সদস্য। এর মধ্যেও ফিফার ছবিতে বাংলাদেশের স্থান পাওয়া নিশ্চিত ভাবেই বিশেষ কিছু ফুটবলার ও ভক্তদের জন্য।
আরও পড়ুন: সামনে নিউজিল্যান্ড, কী ‘ছক কষছেন’ সাকিব-মিরাজ?
ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৩/এমকে/এসএ