গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশের পোস্টার বয় তাঁর ভেরিফাইড ফেসবুকে আজব একটি স্ট্যাটাস দেন। যেখানে লেখা ছিলো, ‘আমি আর খেলবোনা। খেলবে কে জানাচ্ছি…’।
সাকিবের এই স্ট্যাটাসে হইচই পড়ে যায় দেশের নেট দুনিয়ায়। মুহুর্তেই দেড় লাখ কমেন্টের সাথে প্রায় অর্ধলাখ শেয়ার হয় স্ট্যাটাসটি।
অবশেষে জানা গেলো সাকিবের এই আজব স্ট্যাটাসের পেছনের কাহিনী।
মূলত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’এর বিজ্ঞাপনের অংশ হিসেবে এমন পোস্ট দিয়েছেন সাকিব আল হাসান। আজ শুক্রবার (২৫ আগস্ট) একটি ভিডিও এর মাধ্যমে সাকিবের ওই স্ট্যাটাসের পেছনের কাহিনী খোলাসা হয়েছে।
জানা যায় , ২৫ আগস্ট (শুক্রবার) থেকে নগদের শুরু হওয়া এই ক্যাম্পেইন চলাকালীন নগদ থেকে মোবাইল রিচার্জ করলে প্রতি সপ্তাহে গাড়ি পুরস্কারের ঘোষণা দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে বিশ্বকাপের টিকেট, সেন্টমার্টিনে ২ দিন ছুটি উদযাপনসহ হাজার হাজার পুরস্কারের ঘোষণা থাকবে এই ক্যাম্পেইনে।
বর্তমানে দেশের ক্রিকেটে তিন ফরম্যাটেই অধিনায়কের আর্মব্যান্ড সাকিবের হাতে। এশিয়া কাপ ও বিশ্বকাপের সময়ও ঘনিয়ে এসেছে। এমন অবস্থায় দেশের পোস্টার বয় সাকিবের এমন স্ট্যাটাসে তাই শোরগোল লেগে গিয়েছিলো ভক্ত-সমর্থকদের মধ্যে।
আরও পড়ুন : চুমু কাণ্ড: অবশেষে আজই পদত্যাগ করবেন স্প্যানিশ ফুটবল প্রেসিডেন্ট
ক্রিফোস্পোর্টস/২৫আগস্ট২৩/এমএইচ