Connect with us
ফুটবল

ছুটছেন সালাহ, থামানোর কেউ নেই- পারবে কি লিভারপুল?

Mohamed Salah
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে ছুটছেন সালাহ। ছবি- সংগৃহীত

নতুন মৌসুমে চিরচেনা রূপে হাজির মোহাম্মদ সালাহ। আর্নে স্লটের অধীনে আলো ছড়াচ্ছেন প্রতিটি ম্যাচেই। একের পর এক গোল-অ্যাসিস্ট করে দুরন্ত বেগে ছুটে চলছেন মিশরের এই ফরোয়ার্ড। তাকে আটকাতে হিমশিম খাচ্ছে প্রতিপক্ষের খেলোয়াড়েরা। একইভাবে লিভারপুলের জার্সিতেও তার সময় দ্রুতগতিতে ফুরিয়ে আসছে। নতুন চুক্তি না হলে তাকে ছুটে যেতে হবে অন্য ক্লাবে। তবে লিভারপুল কি পারবে তাকে নিজেদের কাছেই রেখে দিতে?

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির একক আধিপত্যে শেষ কয়েক মৌসুমে অনেকটা পেছনেই রয়ে যায় লিভারপুল। গত মৌসুমে প্রিমিয়ার লিগে শুরুতে বেশ দাপট দেখালেও শেষদিকে হোঁচট খেয়ে লিগ জয়ের সুযোগ হারায় ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। তবে ক্লপের বিদায় পর দলটির দায়িত্ব নিয়েছেন আর্নে স্লট। এই ডাচ কোচের অধীনে দুর্দান্ত ছন্দে রয়েছে লিভারপুল। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগে অবস্থান শীর্ষে। আর এর পেছনে অনেক বড় অবদান রেখেছেন সালাহ।

২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন সালাহ। মাঝে পারফরম্যান্স কিছুটা ওঠা-নামা করলেও চলতি মৌসুমে অসাধারণ ছন্দে রয়েছেন তিনি। এবারের লিগে এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলে ১৫টি গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ ও কারাবাও কাপ মিলিয়ে মোট ২৪ ম্যাচে ১৮ গোলের পাশাপাশি ১৫ গোল করিয়েছেন সালাহ। তার এমন পারফরম্যান্সে সমর্থকদের প্রত্যাশাও আরো বেড়ে গেছে। তাই লিভারপুলের ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারকে আরো কয়েক বছর দ্য রেডসদের জার্সিতে দেখতে চায় সবাই। তবে ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডকে রাখবে কী লিভারপুল?

Salah_Liverpool

লিভারপুলের জার্সিতে সালাহর পরবর্তী মৌসুম নিয়ে শঙ্কা। ছবি- সংগৃহীত 

আরও পড়ুন:

» ‘শূন্য’ রানে আউটের লজ্জার রেকর্ডে ভারত-পাকিস্তানের দুই ব্যাটার

» প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়লেন জ্যোতি 

সময় যত গড়াচ্ছে, লিভারপুলে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। আগামী জুনে ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে। তবে এখনো তাকে নতুন চুক্তির জন্য প্রস্তাব করেনি ক্লাব কর্তৃপক্ষ। গত কয়েকদিন ধরেই এই বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছে। সালাহও প্রকাশ্যে এ নিয়ে কথা বলেছেন।

গতকাল (২২ ডিসেম্বর) রাতে টটেনহ্যাম হটস্পারকে তাদের মাঠে ৬-৩ গোলে বিধ্বস্ত করে লিভারপুল। সেই ম্যাচে জোড়া গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি। ম্যাচশেষে তার কাছে নতুন চুক্তির ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান, নতুন চুক্তির প্রস্তাব আসেনি। যা নিয়ে ফুটবল নেটিজেনদের মাঝে বেশ আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, তার সঙ্গে ক্লাবটির চুক্তি বাড়ানো উচিত। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত লিভারপুলেই থাকবেন সালাহ নাকি এটিই হতে যাচ্ছে দ্য রেডসদের জার্সিতে তার শেষ মৌসুম!

উল্লেখ্য, চলতি মৌসুমে লিগে ১৬ ম্যাচে ১২ জয়, ১ হার ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল। একইসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগেও ৬ ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। এছাড়াও কারাবাও কাপেও ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্নে স্লটের শিষ্যরা।

ক্রিফোস্পোর্টস/২৩ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল