Connect with us
ফুটবল

ফেরার ম্যাচেই সালাহর গোল-অ্যাসিস্ট, লিভারপুলের বড় জয়

Liverpool vs Brentford
ব্রেন্টফোর্ডকে ৪-১ গোলে হারিয়েছে লিভারপুল ছবি- সংগৃহীত

আফ্রিকান কাপে অংশ নিতে গত জানুয়ারির শুরুতেই মিশর জাতীয় দলে যোগ দেন মোহাম্মদ সালাহ। তবে আফ্রিকান কাপে গ্রুপ পর্বের ম্যাচে ঘানার বিপক্ষে চোটে পড়ে কয়েক সপ্তাহর জন্য মাঠের বাইরে চলে যান এই লিভারপুল ফরোয়ার্ড। তবে চোট কাটিয়ে ফিরেই নিজ ক্লাব লিভারপুলের জয়ে গোল-অ্যাসিস্ট করে অবদান রেখেছেন সালাহ।

আজ (শনিবার) ইংলিশ প্রিমিয়ার লিগে ২৫তম রাউন্ডের ম্যাচে ব্রেন্টফোর্ডের মুখোমুখি হয় লিভারপুল। ব্রেন্টফোর্ডের মাঠে ম্যাচের ৩৫ মিনিটে ডারউইন নুনিয়েজের গোলে এগিয়ে যায় ইয়ুর্গেন ক্লপের দল। প্রথমার্ধের শেষদিকে ৪৪ মিনিটে দিয়াগো জোতার বদলি হিসেবে মাঠে নামেন সালাহ। বিরতির কিছুক্ষণ আগে মাঠে নেমেও একটা দারুণ সুযোগ তৈরি করেছিলেন সালাহ।

তবে বিরতি থেকে ফিরেই নিজের জাত চেনান সালাহ। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা ম্যাক অ্যালিস্টারকে দিয়ে দুর্দান্ত একটি গোল করান তিনি। পরবর্তীতে ম্যাচের ৬৮তম মিনিটে নিজেই গোল করে দলকে ৩-০ এগিয়ে দেন এই মিশরীয় ফরোয়ার্ড।

ম্যাচের ৭৫ মিনিটের মাথায় ১টি গোল শোধ করে স্বাগতিকেরা। তবে শেষদিকে কোডি গ্যাপকোর গোলে হালি পূর্ণ করে সফরকারীরা। শেষ পর্যন্ত ৪-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান কিছুটা মজবুত করল লিভারপুল। ২৫ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ৫৭। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫২। যদিও তারা দুই ম্যাচ কম খেলেছে।

আরও পড়ুন: নতুন র‍্যাঙ্কিংয়ে ব্রাজিল, আর্জেন্টিনা ও বাংলাদেশের অবস্থান কততম? 

ক্রিফোস্পোর্টস/১৭ফেব্রুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল