তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে ব্যাকফুটে বাংলাদেশ দল। লড়াকু পুঁজি গড়েও বাজে ফিল্ডিং এবং বোলারদের ব্যর্থতায় হারতে হয়েছে ম্যাচটি। গড়তে পারেনি কোনোরকম প্রতিরোধও। আর এই হারে কিছুটা মনঃক্ষুণ্ন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। যিনি এই সিরিজের ব্যাটং কোচের দায়িত্বও পালন করছেন।
প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৯৪ রান। যেখানে ৩০০ বলের মধ্যে ১৫৩টিতেই ডট খেলেছেন বাংলাদেশের ব্যাটাররা। বিপরীতে উইন্ডিজ ব্যাটাররা ১৪ বল ও ৫ উইকেট হাতে রেখেই সহজেই ম্যাচ জিতে নিয়েছে। সেন্ট কিটসের এমন ব্যাটিং সহায়ক পিচেও ব্যাটারদের এমন ডট খেলায় কিছুটা মনঃক্ষুণ্ন হয়েছেন কোচ সালাউদ্দিন।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে সালাউদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কোচরা সবকিছু হাতে কলমে শিখিয়ে দিতে পারবে না। কোচরা শুধুমাত্র ভালো গাইডলাইন এবং দিকনির্দেশনা দিতে পারে। মাঠের ভিতরে গিয়ে তো আর কোচদের শিখিয়ে দিয়ে আসা সম্ভব না। কোন পিচে কেমন রান হবে, উইকেট ভালো হলে কীভাবে ব্যাটিং করতে হবে আর খারাপ হলে কীভাবে ব্যাটিং করতে হবে সেটার সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে ব্যাটারকেই নিতে হবে। সেটা নিতে না পারলে ভালো খেলোয়াড় হওয়া সম্ভব না।’
আরও পড়ুন:
» ১৭ বছরে প্রথমবার বিশ্ব একাদশে জায়গা হয়নি মেসির
» জাতীয় দলে ডাক পেতে যাচ্ছেন উদীয়মান পেসার রিপন মন্ডল
এ সময় ডেথ ওভারে বাংলাদেশের উন্নতি কতটা হয়েছে জানতে চাইলে সালাউদ্দিন বলেন, ‘ডেথ ওভারে অন্যসময়ের চেয়ে গত ম্যাচে ছেলেরা যথেষ্ট ভালো খেলেছে। তবে গত ম্যাচে শেষের কয়েকটি ওভারে ১-২ রান হওয়ায় পিচ হিসেবে আমাদের ২০ রান কম হয়েছে। ওই ওভারগুলো কাজে লাগাতে পারলে হয়ত ম্যাচের ফল ভিন্নও হতে পারতো।’
এসময় ব্যাটারদের ইনিংস বড় করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘প্রথম দিকের ব্যাটাররা যদি ইনিংস বড় করতে পারতো তাহলে শেষের দিকে ব্যাটাররা ফিনিশিং ভালো করতে পারতো। এছাড়াও আরও কিছু ছোটখাটো ভুল করেছে প্রথম ম্যাচে যেগুলো এভাবে বলা সম্ভব না। তবে এই ভুলগুলো যদি শুধরে নিয়ে নিজেদের উন্নতি করতে পারি তাহলে সেটা দলের জন্য ভালো হবে।’
উল্লেখ্য যে, সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাঠে নামবে বাংলাদেশ এবং আগামী ১২ ডিসেম্বর সিরিজের ৩য় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুই দল।
ক্রিফোস্পোর্টস/১০ডিসেম্বর২৪/এসআর/বিটি