Connect with us
ক্রিকেট

ব্যাটিং কোচের অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব পেলেন সালাউদ্দিন

Mohammad Salahuddin
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাটিং কোচের দায়িত্বে থাকবেন সালাউদ্দিন। ছবি- সংগৃহীত

সম্প্রতি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে ছাঁটাই করা হয় বাংলাদেশ দলের হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহে কে। তাঁর জায়গায় অন্তর্বর্তীকালীন নতুন হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সকে। এছাড়াও সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে।

দীর্ঘ একযুগ পর বিসিবিতে নতুন করে দায়িত্ব পেয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল সালাউদ্দিনের। তবে এবার সেই দায়িত্বটার ভার যেন একটু বেশিই পড়লো সালাউদ্দিনের উপর।

ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে থাকছেন না ব্যাটিং কোচ ডেভিড হেম্প। ফলে সহকারী কোচের পাশাপাশি ব্যাটিং কোচের দায়িত্বটাও সামলাতে হবে সালাউদ্দিনকে।

ডেভিড হেম্পকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার আগে ২০২৩ সালের মে মাসে হাই পারফরম্যান্স ইউনিটে যুক্ত করা হয় তাঁকে। এবার পুনরায় আগের জায়গায় ফিরিয়ে নেওয়া হয়েছে তাঁকে।

আরও পড়ুন:

» সাব্বিরের দলে জায়গা না পাওয়া প্রসঙ্গে মুখ খুললেন নির্বাচক

» মেয়েদের ফুটবলে নতুন করে সুখবর পেল বাংলাদেশ 

এবিষয়ে ক্রিকেট অপারেশনস বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস বলেন, ‘ডেভিড হেম্পকে তাঁর পুরোনো দায়িত্বে ফিরিয়ে নেওয়া হয়েছে। ফলে তাঁকে দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঠানো হয়নি।’

এদিকে আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের সঙ্গে কাজ করার সুবাদে চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকছে না দলের পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ। ফলে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে ভারতের অক্ষয় হিরামাতকে।

ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২৪/এসআর/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট