বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার প্রধান কোচের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। তার হাত ধরেই কুমিল্লা বিপিএলে নিজেদের প্রথম আসরে শিরোপা জয় করে। কুমিল্লার সফলতার পেছনে এই দেশি কোচের অবদান অসামান্য।
সালাউদ্দিনকে এবার প্রশংসায় ভাসিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। আজ (শনিবার) চট্টগ্রামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন মঈন। সেখানে সালাউদ্দিনকে নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সালাউদ্দিন আমার দেখা অন্যতম সেরা একজন কোচ। তরুণদের জন্য তিনি দারুণ। আমার মতে, তিনি বাংলাদেশের সেরা কোচ, এমনকি আমার দেখা বিশ্বের সেরা ৫ কোচের মধ্যেও তিনি একজন।’
সালাউদ্দিন এখনো বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব না পাওয়ায় অনেকটা অবাক হয়েছেন মঈন, ‘সালাউদ্দিন বাংলাদেশের হেড কোচ নন, বিষয়টা আমাকে অনেক অবাক করে। তাকে কোচ বানানোর চেষ্টা হয়েছিল কি না জানি না। তবে তিনি আমার দেখা অন্যতম সেরা কোচদের একজন।’
বিপিএলের চলতি আসর এবং ২০২২ ও ২০২৩ আসরেও কুমিল্লার হয়ে খেলেছেন মঈন আলি। এখানে খেলতে অনেকটা স্বাচ্ছন্দ্যবোধ করেন এই অলরাউন্ডার, ‘আমি এখানে খুবই সুখী। এই দলের হয়ে খেলতে আমি খুবই স্বাচ্ছন্দ্যবোধ করি। শুরু থেকেই আমাদের দলটি অনেক ভালো। এ নিয়ে তাদের সঙ্গে ৩ বছর, অনেক উপভোগ করছি।’
চলমান বিপিএলে এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছে কুমিল্লা। এর মধ্যে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে দলটি। চট্টগ্রাম পর্বে কুমিল্লায় যোগ দিয়েছেন মঈন আলি। দলের ৮ম ম্যাচে খেলতে নেমেই ঝোড়ো অর্ধশতক ও ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। এছাড়া কুমিল্লার শেষ ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও বল হাতে ২টি উইকেট শিকার করেছেন এই তারকা অলরাউন্ডার।
আরও পড়ুন: কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ডেরায় যোগ দিলেন সুনীল-রাসেল
ক্রিফোস্পোর্টস/১৭ফেব্রুয়ারি২৪/এমটি