বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনের আগে বাফুফের সর্বশেষ নির্বাহী সভা অনুষ্ঠিত হবে আগামী ৩ অক্টোবর বৃহস্পতিবার। ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি হিসেবে এই নির্বাহী সভাতেই শেষ বারের মতো সভাপতিত্ব করবেন কাজী সালাউদ্দিন।
আগামী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই নির্বাচনের ভেন্যু নির্ধারণ করেছে বাফুফে। বৃহস্পতিবারের এই নির্বাহী সভায় নির্বাচন কমিশন গঠন করা হবে। সেই সভা থেকেই বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে।
আসন্ন ৩ অক্টোবরের এই সভা বাফুফে ভবনেই অনুষ্ঠিত হবে। বিকেলে আহ্বান করা এই সভাতে কেউ সশরীরে আসতে না পারলে অনলাইনেও যুক্ত হতে পারবেন। বাফুফের বিগত চার নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকা মেজবাহ উদ্দিনের পদে সেদিনই আসতে পারে পরিবর্তন।
বিভিন্ন পক্ষের দাবি অনুযায়ী স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনও গঠন বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। নির্বাচন কমিশন গঠনের পর সেই কমিশন সভা করে নির্বাচনী তফসিল ঘোষণা করবে। তবে নির্বাচনে মনোনয়ন পত্রের মূল্য নির্বাহী কমিটি নাকি নির্বাচন কমিশন নির্ধারণ করবে সেটা এখনও জানা যায়নি।
এই সভার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কাউন্সিলরশীপ অনুমোদন। বাফুফের অধীভুক্ত ১৩৯ প্রতিষ্ঠানের কাছে কাউন্সিলরশীপ চিঠি দেয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিষ্ঠানগুলো বাফুফেকে তাদের প্রতিনিধি মনোনয়ন দিয়েছে। সেই নামগুলো অনুমোদন হতে পারে এই সভাতে।
অনুমোদনের পর বাফুফে সেই প্রতিষ্ঠান প্রতিনিধিদের তালিকা নির্বাচন কমিশনে হস্তান্তর করবে। নির্বাচন কমিশন সেটা খসড়া ভোটার হিসেবে প্রকাশ করবে। কোনো আপত্তি থাকলে সেটা নিষ্পত্তি করবে শুনানির মাধ্যমে। এছাড়াও আসন্ন সাফ নারী চ্যাম্পিয়নশীপের বাজেট ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে।
প্রসঙ্গত, ৫ আগস্ট ছাত্র-জনতার গণ আন্দোলনের মুখে সরকার পতনের পর রদবদল আসতে শুরু করেছে দেশের প্রায় সকল ক্ষেত্রে। ক্রীড়া সংগঠনগুলোতেও রাজনৈতিক বড় একটা প্রভাব ছিল, তাই পরিবর্তন দেখা গেছে সেখানেও। অবশ্য পদত্যাগ না করা এবং পরবর্তী নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি জানিয়েছেন বাফুফে সভাপতি সালাউদ্দিন।
আরও পড়ুন: ২৩৩ রানে থামলো বাংলাদেশের ইনিংস
ক্রিফোস্পোর্টস/৩০সেপ্টেম্বর২৪/এফএএস