সদ্য সমাপ্ত বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে লম্বা সময় পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ পেয়ে করেছেন দুর্দান্ত একটি অর্ধশতক। এই অভিজ্ঞ ব্যাটার এবং তরুণ জাকের আলীর ব্যাটে এই ম্যাচে জয়ের স্বপ্ন দেখেছিল গোটা বাংলাদেশ।
গতকাল সোমবার লঙ্কানদের দেওয়া ২০৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয় পরে টাইগাররা। তবে এরপর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ ও জাকের। মাহমুদুল্লাহ খেলেন ৩১ বলে ৫৪ রানের একটি অসাধারণ ইনিংস। জাকেরও তুলে নিয়েছিল নিজের অর্ধশতক। তবে শেষ পর্যন্ত মাত্র ৩ রানে হেরে হৃদয় ভাঙ্গে বাংলাদেশের।
শেষ ওভারে আউট হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিলেন জাকের আলী। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে জাকেরের চেয়ে মাহমুদউল্লাহর আউটকেই এগিয়ে রেখেছেন লঙ্কান ক্রিকেটার সামারাবিক্রমা। এছাড়াও নিজের দলের বোলারদের কৃতিত্ব দিয়েছেন তিনি।
ম্যাচের শুরুর দিকে সামারাবিক্রমা মিস করেছিলেন মাহমুদউল্লাহর একটি ক্যাচ। তার সেই ক্যাচ মিস করার বিষয়টিকে বড় ভুল মনে করছেন এই লঙ্কান। তিনি বলেন, ‘প্রথমত আমি যখন মাহমুদউল্লাহর ক্যাচ ছেড়ে দিলাম আমার মনে হয়েছিল ম্যাচ আমাদের হাত থেকে বের হয়ে যাচ্ছে। পরে মাহিশ (থিকশানা) মাহমুদউল্লাহর উইকেট নিয়ে নিল।’
তারপর মাহমুদউল্লাহর সেই আউট এবং নিজেদের দারুন বোলিংকেই ম্যাচ ঘুরিয়ে দেওয়া মুহূর্ত বললেন তিনি, ‘সেটাই টার্নিং পয়েন্ট ছিল মনে হয়। আমাদের বোলাররা বেশ ভালো বোলিং করেছে চাপের মধ্যে। মাহিশ থিকশানা দারুণ বোলিং করেছে। শেষ ওভারে দাসুন শানাকা দুর্দান্ত করেছে। এতেই ম্যাচের ফল ঘুরে গেছে।’
যখন মাহমুদউল্লাহ-জাকের জুটি লঙ্কানদের জন্য ভয়ের কারণ হয়ে উঠেছিল, তখন তারা পরিকল্পিত বোলিং করে এই জুটি ভাঙ্গার চেষ্টা করে, ‘তখন বোলিং ইউনিট হিসেবে আমরা বেসিক জিনিসগুলো ঠিকভাবে করার চেষ্টা করছিলাম। কারণ মাঠে অনেক শিশির ছিল। আমাদের বোলিং ইউনিট হিসেবে একদম ঠিকঠাক হতে হত। এটাই প্ল্যান ছিল।’
আরও পড়ুন: অনিশ্চয়তায় পড়েছে ভারত-ইংল্যান্ডের শেষ টেস্ট ম্যাচ
ক্রিফোস্পোর্টস/৫মার্চ২৪/এফএএস