ওয়েস্ট ইন্ডিজের ড্রেসিংরুমের মাস্টারমাইন্ড হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক ক্যাপ্টেন ড্যারেন স্যামি। ক্যারিবিয়ানদের ওয়ানডে এবং টি-২০তে প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন স্যামি।
গেলো বছর টি-২০ বিশ্বকাপ থেকে লজ্জাজনক বিদায় হয় ক্যারিবিয়ানদের। সে বছর দেশটি গ্রুপ পর্বও পার করতে পারেনি। এরপরেই দলটির কোচের দায়িত্ব ছেড়ে দেন ফিল সিমন্স। সিমন্সের বিদায়ের পর দলটির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পড়ে আন্দ্রে কোলি ওপর। এবার তাকে টেস্ট এবং ‘এ’ দলের দায়িত্বে রাখা হয়েছে।
স্যামির পথ চলা শুরু হবে চলতি বছরের জুনে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে। তারপর জিম্বাবুয়েতে ওয়েস্ট ইন্ডিজ খেলবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাই।
স্যামি তার সমৃদ্ধ ক্যারিয়েরে ৩৮টি টেস্ট, ১২৬টি ওয়ানডে এবং ৬৮টি টি-২০ ম্যাচ খেলেছেন। ক্যারিবিয়ানদের হয়ে জিতেছে ২০১২ ও ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপ।
বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে পাকিস্তান সুপার লিগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কোচ হিসেবে দায়িত্ব পালন করেছে।