Connect with us
ক্রিকেট

বাটলারকে টি-টোয়েন্টির সেরা ওপেনার বলছেন সাঙ্গাকারা

জস বাটলার। ছবি- ইএসপিএন

গতকাল আইপিএলে নিজের শততম ম্যাচ খেলতে নেমে জস বাটলার তুলে নিয়েছেন নিজের ষষ্ঠ সেঞ্চুরি। এদিন শেষ ওভারে ছক্কা হাকিয়ে নিজের শতকের পাশাপাশি তুলে নিয়েছেন দলের টানা চতুর্থ জয়। বেঙ্গালুরুর দেওয়া ১৮৪ রান তাড়া করতে নেমে শুরু থেকে শেষ পর্যন্ত দলের আস্থা হয়ে ছিলেন এই ইংলিশ তারকা ব্যাটার।

আইপিএল ইতিহাসের গেইলের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৬ সেঞ্চুরি হাকিয়েছেন জস বাটলার। এদিন মাত্র ৫৮ বলে তুলে নেন টুর্নামেন্টে নিজের ষষ্ঠ শতক। দারুন এই ইনিংসটি বাটলার সাজিয়েছেন ৯ চার ও ৪ ছক্কা দিয়ে। যার বদৌলতে প্রথম ইনিংসে বিরাট কোহলির করা অষ্টম সেঞ্চুরি ম্লান হয়ে যায়।

ম্যাচ শেষে বাটলারকে নিয়ে কথা বলেছেন রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট এবং লঙ্কান কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। যেখানে তিনি সাদা বলের ক্রিকেটে বাটলারকে সেরা ওপেনারের তকমা দিয়েছেন। এছাড়া প্রথম তিন ম্যাচে মাত্র ৩৫ রান করলেও তার ওপর আস্থা রাখার কথাও জানান সাঙ্গাকারা।

Josh Butler century

বাটলারের সেঞ্চুরি এবং জয় উদযাপন। ছবি- ইএসপিএন

সাংবাদিকদের সাঙ্গাকারা বলেন, ‘ফর্মের ব্যাপারটি অনেকটাই আসলে মানসিক অবস্থা। সাদা বলে বিশ্ব ক্রিকেটের সেরা ওপেনার জস (বাটলার) এবং অনেক বছর ধরেই (সেরা হিসেবে) আছে। সে খুবই স্মার্ট, খুব ভালো করেই জানে কীভাবে কি করতে হবে।’

জাতীয় দলের হয়ে কখনো ওয়ানডে ওপেনিং না করলেও টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি দলের নিয়মিত ওপেনার। চলতি আইপিএলের প্রথম তিন ম্যাচে যথাক্রমে ১১, ১১, ১৩ রান করেছিলেন বাটলার। তবে দলের প্রয়োজনে তিনি জ্বলে উঠবেন এমন আস্থা ছিল সাঙ্গাকারার। যেটা বাটলার করে দেখিয়েছেন গতকাল বেঙ্গালুরু ম্যাচে।

আরও পড়ুন: আগামীকাল কলকাতা ম্যাচে খেলবেন মুস্তাফিজ!

ক্রিফোস্পোর্টস/৭এপ্রিল২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট